রাকুল-জ্যাকির বিবাহোত্তর সংবর্ধনায় কি মোদি থাকবেন?

রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। ইনস্টাগ্রাম থেকে

বছরের শুরু থেকেই বিয়ের আমেজে বলিপাড়ায়। গত ৩ জানুয়ারি আমির-কন্যা ইরা তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করেছেন। চলতি মাসেই বলিউড নায়িকা রাকুল প্রীত সিং ও প্রযোজক-অভিনেতা জ্যাকি ভগনানি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এদিকে দুই বলিউড অভিনেতা পুলকিত সম্রাট আর কৃতি খরবান্দার বাগদান পর্ব সারা হয়ে গেছে।

রাকুলপ্রীত সিং
এএফপি

শিগগিরই তাঁদের চার হাত এক হবে। তবে এখন রাকুল আর জ্যাকির বিয়েকে ঘিরে জোর চর্চা। এই জুটির বিবাহোত্তর সংবর্ধনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে।

প্রথমে ভারতের বাইরে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন রাকুল ও জ্যাকি। মধ্যপ্রাচ্যের কোনো দেশে তাঁরা রাজকীয় ভাবে বিয়ে করবেন বলে স্থির করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে বিদেশে বিয়ে করার পরিকল্পনা বাতিল করেন এই যুগল। এর কারণ নাকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি! ভারতীয় প্রধানমন্ত্রীর ‘ওয়েড ইন ইন্ডিয়া’ আবেদনে সাড়া দিয়ে রাকুল ও জ্যাকি দেশের মাটিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। গোয়ার এক অভিজাত রিসোর্টে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে।

আরও পড়ুন

এই হবু দম্পতির বিয়ের আয়োজন রাজকীয়ভাবে হতে যাচ্ছে। ১৯ ফেব্রুয়ারি থেকে বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন ২১ ফেব্রুয়ারি। রাকুল-জ্যাকি প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা বজায় না রাখলেও, বিয়ের ক্ষেত্রে তাঁরা গোপনীয়তা রাখতে চান বলে জানা গেছে।

ডিজাইনার থেকে বিয়ের সাজসজ্জা সবকিছুই গোপন রাখার কথা ভেবেছেন এই জুটি। তাঁদের বিয়েতেও ‘নো ফোন’ পলিসি কার্যকর করা হবে। বিয়ের ছবি বা ভিডিও যাতে প্রকাশ্যে না আসে, তাই বিয়ের দিন কারও সঙ্গে মুঠোফোন থাকবে না। পাঞ্জাবি রীতি মেনেই রাকুল আর জ্যাকি বিয়ে করবেন বলে।

আরও শোনা যাচ্ছে, তাঁরা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে চলেছেন। ২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক অভিজাত এলাকায় রাকুল-জ্যাকির এই সংবর্ধনার আসর বসবে। এই জমকালো রাত আরও ঝলমলিয়ে উঠবে তারকাদের উপস্থিতিতে। শুধু বলিউড ব্যক্তিত্বরা নয়, রাজনীতিক ব্যক্তিত্বদের বিবাহোত্তর সংবর্ধনার রাতে উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে।

ভারতীয় অনলাইন গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, এই তালিকায় সবার ওপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নাম আছে। বলিউড আর দক্ষিণি ছবির জগৎ থেকে অজয় দেবগন, অক্ষয় কুমার, সালমান খান, টাইগার শ্রফ, করণ জোহর, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, পৃথ্বীরাজ সুকুমারন, নাগা চৈতন্য, আয়ুষ্মান খুরানা, মানুষী ছিল্লার, আলেয়া এফ, কারিশমা কাপুর, আল্লু অর্জুন, রাম চরণ, মহেশ বাবু, ডেভিড ধাওয়ানসহ আরও অনেকে এই রাতে হাজির থাকবেন।