‘সীতা রমম’ অভিনেত্রী কেন কেঁদেছিলেন

আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সীতা রমম’ সিনেমা দিয়ে ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পান ম্রুণাল ঠাকুর। সম্প্রতি ইউটিউব চ্যানেল গালাটা প্লাসে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে সিনেমাটিতে অভিনয় তাঁর জন্য সহজ ছিল না। বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
অভিনয়ের ক্যারিয়ার ১০ বছরের, তবে ২০২২ সালে ‘সীমা রমম’ দিয়ে পরিচিতি পান ম্রুণাল। এটিই অভিনেত্রীর প্রথম তেলেগু সিনেমা। প্রথম দক্ষিণি ছবিতেই বাজিমাত করেন তিনি। ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
‘সীতা রমম’-এর সাফল্যের পর দক্ষিণি নির্মাতারা তাঁকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। সেই ধারাবাহিকতায় আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর তৃতীয় তেলেগু সিনেমা ‘ফ্যামিলি স্টার’। ছবিতে তাঁর বিপরীতে আছেন জনপ্রিয় দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা। ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৫
নতুন ছবির প্রচার উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে তেলেগু সিনেমায় অভিনয় করা নিয়ে নিজের সংগ্রামের কথা জানান ম্রুণাল। তাঁকে সংগ্রাম করতে হয়েছে তেলেগু ভাষা না জানায়। বিশেষ করে প্রথম সিনেমায় তাঁর আত্মবিশ্বাস এতটাই তলানিতে ছিল যে রীতিমতো কেঁদেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
এ প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘এমন কোনো কাজ করতে চাই না, যেখানে নিজেকে বিচ্ছিন্ন মনে হয়। কারণ, আপনি যখন ভাষা জানবেন না, তখন খুবই অস্বস্তির মধ্যে থাকবেন। এমনও সময় গেছে যখন আমি ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। প্রথম দিকে তো কেঁদেকেটে একাকার করতাম। আমার অশ্রুই পরে প্রশংসা হয়ে এসেছে।’ ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
‘সীতা রমম’-এরপর ম্রুণালের দ্বিতীয় তেলেগু সিনেমা নানির সঙ্গে। ‘হাই নানা’ নামে সেই সিনেমাও দর্শকদের প্রশংসা কুড়ায়। ইনস্টাগ্রাম থেকে