সব আছে তবু ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র শুরুটা ভালো হয়নি

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র একটি দৃশ্যে রণবীর সিং ও আলিয়া ভাট
টুইটার

করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকহানি’ ছবিতে কী নেই? বলা যায়, বিনোদনের সব রসদ থরে থরে সাজানো। কিন্তু এত কিছু সত্ত্বেও এই ছবির শুরুটা আশানুরূপ হয়নি।

প্রায় সাত বছর পর ফিল্মি ময়দানে পরিচালক হিসেবে খেলতে নেমেছেন বলিউডের খ্যাতনামা চিত্রনির্মাতা করণ জোহর। পরিচালক হিসেবে তাঁর শেষ ছবি ছিল ‘অ্যায়ে দিল হ্যায় মুশকিল’। করণের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ (আরএআরকেপিকে) ছবিকে ঘিরে সবার আগ্রহ ছিল তুঙ্গে। রণবীর সিং আর আলিয়া ভাটের দুর্দান্ত রসায়ন, অরিজিৎ সিংয়ের রোমান্টিক গান, শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্রর মতো তারকারা, মসলাদার চিত্রনাট্য, দারুণ লোকেশন, হাসি, আবেগ—সবকিছুই আছে করণের এই ছবিতে। করণ অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন ছবিটি। গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। কিন্তু এই ছবির শুরুটা আহামরি হয়নি।

বাণিজ্য বিশ্লেষকদের এই ছবিকে ঘিরে প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু ওপেনিং ডেতে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘আরএআরকেপিকে’।

ছবির প্রচারে আলিয়া ও রণবীর
এএফপি

আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবিটি মুক্তির প্রথম দিন বক্স অফিস থেকে ১১ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এই অঙ্ক আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে।

আরও পড়ুন

আশা করা যায়, উইকেন্ডে ছবিটি ভালো ব্যবসা করবে। তবে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিকে ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল ৭’ ও ‘বার্বি’র মতো হলিউড ছবিগুলোকে টক্কর দিতে হবে।

১৬০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ভারতের ৩ হাজার ২০০–র বেশি হলে মুক্তি পেয়েছে ।

কলকাতায় ‘রকি অউর রানী প্রেম কাহানি’ সিনেমার চার অভিনয়শিল্পী রণবীর সিং, টোটা রায়চৌধুরী, চূর্ণি গঙ্গোপাধ্যায় ও আলিয়া ভাট
ভাস্কর মুখার্জি

এই ছবির কাহিনি এমন এক জুটিকে ঘিরে বোনা হয়েছে, যারা একে অপরের থেকে একদম আলাদা। কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রেমে পড়েছেন।

ছবিতে রণবীর সিংকে পঞ্জাবি মুন্ডা রকি রন্ধাওয়ার চরিত্রে দেখা গেছে। আর আলিয়া বাঙালি কন্যা রানী চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমায় আলিয়ার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছবিতে তারকাদের ভিড়ে হারিয়ে যাননি বাংলার এই দুই দাপুটে অভিনেতা। করণের ছবিতে টোটা আর চূর্ণী যথাযথ গুরুত্ব পেয়েছেন। এই ছবিতে তাঁদের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।