default-image

আলিয়া ও রণবীর সিংয়ের বন্ধুত্ব অনেক দিনের। একসঙ্গে বহুপ্রশংসিত ‘গলিবয়’ সিনেমায় অভিনয় করেছেন। সামনে তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ আলিয়া ও রণবীরকে একসঙ্গে দেখা গেছে। সেই সূত্র ধরেই ফটোশুট নিয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। রণবীরকে রীতিমতো আড়াল করে আলিয়া বলেন, ‘আমার প্রিয় সহ–অভিনেতা রণবীরের বিষয়ে কেউ নেতিবাচক কথা বললে আমি সহ্য করব না। এমনকি এই প্রশ্নটাও সহ্য করতে পারছি না।’

default-image

‘ডার্লিংস’-এর মাধ্যমে প্রযোজনার দুনিয়ায় পা রাখলেন আলিয়া। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই ছবিটি ওটিটিতে আনতে চলেছেন আলিয়া। কিং খানের সঙ্গে প্রযোজনায় জুটি বাঁধা প্রসঙ্গে আলিয়া বলেন, ‘সম্প্রতি তিনি (শাহরুখ খান) ছবিটি দেখেছেন। একদম ‘ডার্লিংস’-এর ভাষাতে মেসেজে লিখেছেন, ‘এই ছবিটা করার জন্য ধন্যবাদ ডার্লিং।’

default-image

প্রযোজক হিসেবে ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ উৎফুল্ল। একটু নার্ভাসও বটে। আমি শুধু একজন অভিনেতা হিসেবে আসিনি, প্রযোজক হিসেবেও মঞ্চে হাজির হয়েছি। এ জন্য রেড চিলিজকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রযোজনা সংস্থার নাম ইটারনাল সানসাইন প্রোডাকশন। এটা একটা বুটিক প্রোডাকশন হাউস। এটা এখন খুবই ছোট, তবে কিউট। প্রযোজনা সংস্থার প্রতীক সানসাইন। কারণ, এটা আমার প্রিয় প্রতীক। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার পোস্ট করা সব ছবিতে সূর্যের প্রতীক থাকে।’ ‘ডার্লিংস’-এ আলিয়াকে দেখা যাবে এক মুসলিম নারীর চরিত্রে। ছবিতে তাঁর সঙ্গে আছেন শেফালি শাহ, বিজয় ভর্মাসহ অনেকে। ৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ডার্ক কমেডি ছবিটি।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন