ভারতীয় ক্রিকেটের ‘বনলতা সেন’, সেই মন্দিরা এখন কোথায়

একটা সময় বাইশ গজের খেলার সঞ্চালনায় নারী কণ্ঠের প্রসঙ্গ উঠলেই প্রথমে উঠে আসত তাঁর নাম, মন্দিরা বেদি। এখনো অনেকে মনে করেন, ভারতের সবচেয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি। শুধু ক্রিকেট নয়, খেলার মাঠের বাইরেও মন্দিরার বিচরণ বিভিন্ন ক্ষেত্রে। আজ এই তারকার জন্মদিন। এই দিনে তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সংগৃহীত কিছু ছবিসহ জেনে নিই জানা–অজানা কিছু তথ্য।

১ / ১৪
বাইশ গজের খেলার সঞ্চালনায় নারী কণ্ঠের প্রসঙ্গ উঠলে প্রথমেই উঠে আসে মন্দিরার নাম। আইপিএল হোক কিংবা ঘরোয়া টুর্নামেন্ট, বিশ্বকাপের মঞ্চেও বহুবার নজর কেড়েছেন মন্দিরা
ইনস্টাগ্রাম
২ / ১৪
সঞ্চালনা এবং ধারাভাষ্যে তাঁর প্রতিভা প্রশংসা কুড়িয়েছে। ফুটবল, কাবাডি খেলার সঞ্চালক হিসাবেও দেখা গেছে তাঁকে
ইনস্টাগ্রাম
৩ / ১৪
সব ছাপিয়ে ভারতীয় ক্রিকেটের দাপুটে ধারাভাষ্যকার হিসেবেই মন্দিরাকে চেনে ক্রিকেট–বিশ্ব। ২০০৩ সালে নারী ক্রিকেট বিশ্বকাপে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন তিনি। সে সময় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া
ইনস্টাগ্রাম
৪ / ১৪
তাঁকে বলা হতো ভারতীয় ক্রিকেটের ‘বনলতা সেন’। অনেকের মতে, শুরু থেকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় নারী ধারাভাষ্যকার তিনি
ইনস্টাগ্রাম
৫ / ১৪
তবে শুধু ক্রিকেট নয়, খেলার মাঠের বাইরেও মন্দিরার বিচরণ বিভিন্ন ক্ষেত্রে। অভিনয়, ফ্যাশন ডিজাইন কিংবা সমাজসেবা এবং নারীকল্যাণমূলক কার্যকলাপ, নানা মঞ্চে তাঁর বিচরণ। বিশেষত নারীবাদী হিসেবে বিভিন্ন মহলে মন্দিরার পরিচিতি রয়েছে। বড় পর্দাতেও দেখা গেছে মন্দিরাকে
ইনস্টাগ্রাম
৬ / ১৪
স্বামীর হঠাৎ মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন মন্দিরা। বিপর্যস্ত হয়ে পড়েন। সব আলো এবং উদ্‌যাপন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন
ইনস্টাগ্রাম
৭ / ১৪
সে সময় রাজের মৃত্যুর পর অন্য অনেকের সঙ্গে শেষযাত্রায় দেখা গিয়েছিল মন্দিরাকেও। সামাজিক প্রথাকে পাশ কাটিয়ে তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্বামীর মরদেহ
ইনস্টাগ্রাম
৮ / ১৪
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে খেলার মাঠ থেকে কিছুদিন বিরতি নিয়েছিলেন মন্দিরা। মাইক হাতে ক্রিকেটারদের সঙ্গে হাসিঠাট্টা, খুনসুটিতে তাঁকে দেখা যাচ্ছিল না। এর কারণ, ২০২১ সালের ৩০ জুন মন্দিরার স্বামী রাজ কৌশলের মৃত্যু। মাত্র ৪৯ বছর বয়সে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন মন্দিরা
ইনস্টাগ্রাম
৯ / ১৪
মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত স্বামীকে নিয়ে পোস্ট দিতেন। রাজের মৃত্যুশোকে যে তিনি নিমজ্জিত, তাঁর পোস্টগুলো সে কথাই মনে করাত
ইনস্টাগ্রাম
১০ / ১৪
পিতৃতন্ত্রের বিরুদ্ধে, নারী উন্নয়নের পক্ষে বারবার সরব হয়েছেন মন্দিরা। স্তন ক্যানসার কিংবা এইডসের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচিতে একাধিকবার দেখা গেছে তাঁকে। মন্দিরা নিজে দত্তক নিয়েছেন এক শিশুকন্যাকে
ইনস্টাগ্রাম
১১ / ১৪
১৯৯৫ সালে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে একটি চরিত্রে কাজ করেছিলেন তিনি। তারপর হিন্দি ও তামিল ভাষার একাধিক ছবিতে তাঁকে দেখা গেছে
ইনস্টাগ্রাম
১২ / ১৪
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও সমান সাবলীল মন্দিরা। ‘কিঁউ কি সাস ভি কাভি বহু থি’, ‘মহাভারত’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তা ছাড়া ‘ফেম গুরুকুল’, ‘জো জিতা ওহি সিকান্দার’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’ প্রভৃতি টেলিভিশন শোতে সঞ্চালনা করেছেন তিনি
ইনস্টাগ্রাম
১৩ / ১৪
দত্তক কন্যাকে নিয়েও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি মন্দিরাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হয়েছে, চার বছরের সেই শিশুকে ‘রাস্তার মেয়ে’ বলে কটাক্ষ করেছিলেন। ফেসবুক, এক্সে হতাশা প্রকাশ করে সে কথা জানিয়েছেন মন্দিরা নিজেই। তিনি জানান, তাঁর দত্তক কন্যাকে কটাক্ষ করে কেউ কেউ লিখেছিলেন, ‘কোন বস্তি থেকে একে তুলে এনেছেন?’ বা ‘রাস্তার মেয়েকে এখানে মানাচ্ছে না’
ইনস্টাগ্রাম
১৪ / ১৪
বর্তমানে পুত্র বীর এবং কন্যা তারাকে নিয়ে মন্দিরার সংসার। স্বামী হারানোর শোক কাটিয়ে ধীরে ধীরে ফিরেছেন নিজের চেনা জগতে
ইনস্টাগ্রাম