১২০০ রুপি পকেটে নিয়ে ১৩০ কোটি আয় করা ছবির নায়ক

অভয় ভার্মা। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

চলতি বছর বলিউড বক্স অফিসে ছড়ি ঘুরিয়েছে হরর-কমেডি ধাঁচের সিনেমাগুলো। এর মধ্যে সবচেয়ে চমকে দিয়েছে দীনেশ বিজন প্রযোজিত ‘মুনজ্যা’। এ ছবিটি দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন অভয় ভার্মা। কীভাবে? সেটাই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

গত ৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় আদিত্য সারপোতদার পরিচালিত ‘মুনজ্যা’। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি সবাইকে চমকে দিয়ে বক্স অফিসে ১৩২ কোটি রুপি ব্যবসা করে। অথচ এ ছবিতে অভিনয়ের আগে অভয় ভার্মার কাছে বলতে গেলে পয়সাই ছিল না।

চলতি বছরকে অভয়ের ক্যারিয়ারের বাঁকবদলের বছর বলা যায়। হিন্দুস্তান টাইমসকে অভয় বলেন, ‘আমি ছয় বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। কিন্তু এ বছর “মুনজ্যা” দিয়ে অবশেষে পরিচিতি পেলাম। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর এটি। দর্শকেরা আমাকে পছন্দ করেছেন, এটা বড় প্রাপ্তি।’

সাক্ষাৎকারে তরুণ এই অভিনেতা জানান, ‘মুনজ্যা’ মুক্তির আগে তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না।

‘মুনজ্যা’ সিনেমার দৃশ্য। এক্স থেকে

‘মুনজ্যা’ মুক্তির আগেও তিনি এ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর কথায়, ‘ছবিটি মুক্তির তিন দিন আগে আমি ছিলাম গ্রামের বাড়িতে। তখন আমার হাতে মোটে ১ হাজার ২০০ রুপি। আমার এক বন্ধুকে বলি, ছবিটি কি ভালো কিছু করতে পারবে? যদিও আমার বিশ্বাস ছিল “মুনজ্যা”র মধ্যে সেই শক্তি আছে, তবে মুক্তির আগে তো কিছুই বলা যায় না।’

আরও পড়ুন

তরুণ এই অভিনেতা জানান, ছবিটি মুক্তির পর তাঁর ক্যারিয়ার বদলে গেছে। অনেক নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন। উন্নতি হয়েছে অর্থনৈতিক অবস্থার। তবে সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে দিতে চান না অভয়, ২০২৫ সালে বুঝেশুনে পা ফেলতে চান।