‘আনারকলি’ থেকে ‘সুমিত্রা কুমারী’

দুই সিরিজে দুই লুকে অদিতি
কোলাজ

সদ্য ‘আনারকলি’রূপে মুগ্ধ করেছেন, এবার ‘সুমিত্রা কুমারী’ হয়ে চমকে দিতে আসছেন অদিতি রাও হায়দারি। বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত ওয়েব সিরিজ ‘জুবিলি’তে তাঁকে ষাটের দশকের নায়িকার বেশে দেখা যাবে। চরিত্রটি পুরোপুরি কাল্পনিক।
জি ফাইভের ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে ইতিহাসের আনারকলিকে পর্দায় জীবন্ত করে তোলেন অদিতি। এবার এক কাল্পনিক চরিত্রকে পর্দায় তুলে ধরতে চলেছেন।

আরও পড়ুন

তাঁকে ‘জুবিলি’ সিরিজে হিন্দি সিনেমার স্বর্ণযুগের এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বিক্রমাদিত্যর সিরিজটির পটভূমি ভারতীয় সিনেমার স্বর্ণযুগ। সেই সময়কার ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার আলো-আঁধার—সবকিছু তুলে ধরেছেন পরিচালক। ‘জুবিলি’তে ইন্ডাস্ট্রির প্রেম, হিংসা, প্রতিশোধ, প্রতারণা, ক্ষমতার লোভসহ নানা স্তর দেখা যাবে।

এই ওয়েব সিরিজে অদিতি ছাড়াও আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাম কাপুর, অপারশক্তি খুরানা, বামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্তা ও নন্দীশ সান্ধু। গত শুক্রবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিনের অনুষ্ঠানে বিক্রমাদিত্য, অদিতি, প্রসেনজিৎসহ সব অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অদিতি
এএফপি

বাস্তবের নায়িকা যখন পর্দায় এক নায়িকার চরিত্রে অভিনয় করেন, তা কতটা সহজ আর কঠিন, এমন প্রশ্ন করা হলে অদিতি বলেন, ‘কতটা কঠিন বা সহজ, বলতে পারব না। তবে নতুন কিছু করার আগে সব সময় পেটের মধ্যে গুড়গুড় করে। পরিচালকের টিম যখন খুব শক্তিশালী হয় আর তাদের দৃষ্টিভঙ্গি থাকে স্বচ্ছ, তখন অভিনেত্রী হিসেবে নিশ্চয় তা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়। পাশাপাশি অত্যন্ত রোমাঞ্চকরও হয়। তাই নিজেকে তাদের কাছে সমর্পণ করে দিয়েছিলাম। আর সেই দুনিয়ায় বাসিন্দা হয়ে উঠেছিলাম।’

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘সুমিত্রা কুমারীর এক জাদুকরি, সুন্দর আর রঙিন দুনিয়া ছিল। আর সেই দুনিয়াকে পর্দায় জীবন্ত করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তবে (বিক্রমাদিত্যকে ইঙ্গিত করে) আমাদের পাশে চ্যাম্পিয়ন ছিল। সত্যি, আমি ভাষায় বর্ণনা করতে পারব না যে আমার জন্য এই ভ্রমণ কতটা ম্যাজিক্যাল ছিল। আর আজ এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

কিছুদিন আগেই ‘জুবিলি’ সিরিজে নিজের প্রথম লুক প্রকাশ করেছিলেন অদিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুমিত্রা কুমারী লুকের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘সুমিত্রা কুমারীর জীবনকে পর্দায় তুলে ধরতে চলেছি, রুপালি পর্দায় যাঁর এক আকর্ষণীয় জীবন ছিল। কিন্তু তাঁর বাস্তবজীবনে অনেক কিছু ছিল না।’ ‘জুবিলি’তে অদিতির গ্ল্যামারার্স লুক সবাই দারুণ পছন্দ করছেন।

সিরিজের সহ–অভিনেতা প্রসেনজিতের সঙ্গে অদিতি
এএফপি

‘জুবিলি’ আগামী ৭ এপ্রিল আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে। এই সিরিজে ১০টি পর্ব দেখা যাবে।