২২ বছর বয়সে আত্মহত্যা: দক্ষিণি অভিনেত্রীকে কতটা চেনেন

অভিনেত্রী ময়ূরীর জীবন শেষ হয় মাত্র ২২ বছর বয়সে। আইএমডিবি

মালয়ালম সিনেমায় তিনি ছিলেন পরিচিত মুখ। ‘যক্ষী’ চরিত্রে দর্শকের মনে গেঁথে ছিলেন, সেই অভিনেত্রী ময়ূরীর জীবন শেষ হয় মাত্র ২২ বছর বয়সে। আজও, তাঁর মৃত্যুর দুই দশক পরও দর্শক তাঁকে ভুলতে পারেননি।

অষ্টম শ্রেণিতে পড়ার সময় চলচ্চিত্রে অভিষেক ঘটে ময়ূরীর। মাত্র ৭ বছরের ক্যারিয়ার, কিন্তু তাতেই গড়ে তুলেছিলেন এক শক্তিশালী উপস্থিতি। মালয়ালম সিনেমায় তিনি যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি। মমুট্টির সঙ্গেও একাধিকবার স্ক্রিন শেয়ার করেছিলেন ময়ূরী।

তবে যেটি তাঁকে অমরত্ব দিয়েছে, সেটি ১৯৯৯ সালের ছবি ‘আকাশ গঙ্গা’। পরিচালক বিনয়ন পরিচালিত এই হরর ছবিতে ‘গঙ্গা’ চরিত্রে অভিনয় করেছিলেন ময়ূরী। গঙ্গা ছিল এক রাজপরিবারের দাসী, যাকে প্রেম করার অপরাধে নির্মমভাবে হত্যা করে সেই পরিবারের কর্তা। পরে সে ‘যক্ষী’ হয়ে ফিরে আসে প্রতিশোধ নিতে। পরিবারের সব পুরুষ সদস্যকে একে একে শেষ করে দেয়।

যদিও ছবিতে অভিনেত্রী দিব্যা উন্নিই মূলত যক্ষীর আধার রূপে উপস্থিত ছিলেন, গঙ্গার আত্মা যিনি ধারণ করেছিলেন। তবু প্রকৃত গঙ্গা চরিত্রে ময়ূরীর উপস্থিতি ছিল দাগ কাটার মতো। তাঁর অভিব্যক্তি, শরীরী ভাষা ও চোখে ভয় ছড়ানো অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন।

‘আকাশ গঙ্গা’ ছিল না তাঁর একমাত্র সাফল্য। বড় হোক বা ছোট, যেকোনো চরিত্রেই তিনি তাঁর ছাপ রেখে গেছেন।
২০০৫ সালে মাত্র ২২ বছর বয়সে আত্মহত্যা করেন ময়ূরী।

আরও পড়ুন