পডকাস্টের জন্য ২০ লাখ চেয়েছেন হানিয়া

হানিয়া আমিরইনস্টাগ্রাম থেকে

টিভি শো ও পডকাস্টের জন্য পারিশ্রমিক হাঁকাচ্ছেন পাকিস্তানি তারকারা। এবার পডকাস্টের জন্যও পারিশ্রমিক চেয়েছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির।

পাকিস্তানি পডকাস্টার আদনান ফয়সাল জানান, তাঁর পডকাস্টে আমন্ত্রণ জানালে ২০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছেন হানিয়া আমির। খবর ডেইলি পাকিস্তানের

হানিয়া আমির
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

এক সাক্ষাৎকারে আদনান ফয়সাল বলেন, তাঁর শোতে আনার জন্য কোনো তারকাকে পারিশ্রমিক দেননি তিনি। ফলে হানিয়া আমিরকে শোতে নেননি তিনি। শোতে বিনোদন ও রাজনীতি অঙ্গনের ব্যক্তিদের আমন্ত্রণ জানান তিনি।

হানিয়া আমিরকে পাকিস্তানের শীর্ষ তারকা হিসেবে মানেন আদনান। তবে কোনোভাবেই এই পরিমাণ অর্থ দিয়ে শোতে আনতে চাননি বলে দাবি করেছেন তিনি।

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় রয়েছেন এই তারকা অভিনেত্রী। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন