মাদক মামলায় দক্ষিণি অভিনেত্রী গ্রেপ্তার

তেলেগু অভিনেত্রী হেমা। ইনস্টাগ্রাম থেকে

ভারতের বেঙ্গালুরুতে মাদক মামলায় তেলেগু অভিনেত্রী হেমাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন

জানা গেছে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পরীক্ষায় হেমার রক্ত পরীক্ষা করে মাদকের নমুনা পাওয়া গিয়েছিল।

প্রাথমিকভাবে অবশ্য তিনি বেঙ্গালুরুর মাদক পার্টিতে ছিলেন বা বলে দাবি করেছিলেন। কিন্তু তাঁর রক্ত পরীক্ষা করে মাদকের নমুনা পাওয়ার পর হেমাসহ আটজনকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশের অপরাধ দমন শাখা।

গত ১৯ মে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির কাছে একটি ফার্ম হাউসে আয়োজিত হয়েছিল ওই মাদক পার্টি। এরপর ২২ মে নাগাদ ওই পার্টিতে যোগ দেওয়া কমপক্ষে ৮৬ জনের মাদক সেবন টেস্টের ফল পজিটিভ এসেছিল। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ওই মাদক পার্টিতে অভিযান চালিয়েছিল কর্ণাটক পুলিশের অ্যান্টিনার্কোটিকস ডিভিশন।

ওই ঘটনার পর বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন, ‘বেঙ্গালুরুর ফার্ম হাউসে আয়োজিত ওই মাদক পার্টিতে আগত অতিথিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শতাধিক অতিথির আগমন ঘটেছিল ওই পার্টিতে। এর মধ্যে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের মাদকও জব্দ করা হয়েছে।’
বেঙ্গালুরু পুলিশ আরও জানায়, ওই পার্টিতে যোগ দেওয়া অনেকেই কর্ণাটকের বাইরে থেকে এসেছিলেন