‘গেরুয়া বিকিনি’–বিতর্ক নিয়ে যা বললেন ‘পাঠান’–এর পরিচালক
বক্স অফিসে ঝড় তুললেও প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশের পর বিতর্কের মুখে পড়েছিল ‘পাঠান’। বিতর্কের মধ্যেও চুপ করে ছিলেন সিনেমাসংশ্লিষ্ট সবাই। পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পীরা, এমনকি নির্মাতারা কেউই এই প্রসঙ্গে কোনে কথা বলেননি। অবশেষে এ গান নিয়ে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। খবর এনডিটিভির।
গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। তার আগেই ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক নিয়ে শুরু হয় আলোচনা। দীপিকার সেই গেরুয়া রঙের বিকিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে বলে অভিযোগ করে বয়কটের ডাক দেওয়া হয়। সেই গেরুয়া রং
প্রসঙ্গে পরিচালক বলেন, ‘শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার পর এই রংটা পছন্দ করি। রৌদ্রোজ্জ্বল দিন, সবুজ ঘাস আর নীল জলের সঙ্গে পোশাকের রংটা ভালো লাগছিল। এ জন্যই এই রং নির্বাচন করেছিলাম। কিন্তু এই রং নিয়ে যে এত কিছু হয়ে যাবে, তা ভাবিনি।’
সম্প্রতি নিউজ১৮–এর এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বিতর্ক শুরু হওয়ার পরের মুহূর্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভয়ও পাইনি, উত্তেজিতও হইনি।
এটা পুরোটাই বিতর্ক তৈরির উদ্দেশ্যে করা হয়েছিল। আমরা জানতাম আমাদের সিনেমায় আপত্তিকর কিছুই ছিল না।’ বিতর্ক তৈরি করে সিনেমা বয়কটের ডাক দিলেও বক্স অফিসে সফল ‘পাঠান’।
চার বছর পর ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এটি ছিল তাঁর ফেরার মঞ্চ। বক্স অফিসে এক হাজার কোটি রুপিই বলে দেয় দর্শক পছন্দ করেছেন সিনেমাটি। এত বিতর্কের পর হলে গিয়ে সিনেমা দেখায় দর্শকের প্রতি কৃতজ্ঞ পরিচালক।