সালমানের দাতব্য সংস্থায় প্রথম সিনেমার পারিশ্রমিক অনুদান দিয়েছিলেন এই নায়িকা

বলিউডের সৌভাগ্যবান অভিনয়শিল্পীদের একজন তিনি। ২০১০ সালেই প্রথম সিনেমায় নাম লেখান। সিনেমায় নাম লিখিয়েই সফল। রাতারাতি যেন তারকা বনে যান। পেয়ে যান ফিল্মফেয়ার পুরস্কার। ব্যবসাসফল সেই সিনেমার অভিনেত্রীর আজ জন্মদিন। ১৯৮৭ সালের ২ জুন তিনি বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিনে দেখে নিতে পারেন জানা–অজানা বিষয়গুলো।
১ / ৬
তিনি ছিলেন ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী। পরে অভিনয়ের জন্য ফ্যাশন ডিজাইন ছেড়ে অভিনয় শুরু করেন। এই অভিনেত্রীর নাম সোনাক্ষী সিনহা।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
সিনেমায় আসার আগেই তিনি সিদ্ধান্ত নেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। তবে চরিত্রের প্রয়োজনে পরবর্তী সময় খোলামেলা কিছু দৃশ্যে অভিনয় করতে হয়েছে। তবে এমন দৃশ্যে সব সময়ই তিনি অস্বস্তিতে থাকেন।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
‘দাবাং’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু হয়। সেই সিনেমাই তাঁকে রাতারাতি জনপ্রিয়তা দেয়। পরে তিনি সিদ্ধান্ত নেন সেই সিনেমার পারিশ্রমিকের অর্থ দান করবেন। সালমান খানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এ সেই অর্থ অনুদান দেন।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
তাঁর বাবা শত্রঘ্ন সিনহা অভিনেতা ও রাজনীতিবিদ। পরে মন্ত্রীও হয়েছিলেন। সেই সময় সোনাক্ষী স্কুলে পড়েন। তাঁর বাবার খ্যাতির কারণে এমনিতেই সবাই তাঁকে চিনতেন। বাবা মন্ত্রী হওয়ার পরে তাঁর সঙ্গে স্কুলে নিরাপত্তারক্ষীরা আসতেন। সোনাক্ষী মনে করতেন, এতে স্কুলে তাঁর স্বাধীনতা কমে যেতে পারে। বিরক্ত হয়ে মা পুনম সিনহাকে জানিয়েছিলেন, পড়াশোনাই ছেড়ে দেবেন!
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
অনেক সাক্ষাৎকারে সোনাক্ষী সিনহা নিজেই জানিয়েছিলেন, বলিউডে তাঁর আদর্শ অক্ষয় কুমার। কারণ, তাঁর নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, কোনো কিছু অর্জনের যে ক্ষুধা তার জন্য অক্ষয়ের চেষ্টাকে তিনি সব সময় সাধুবাদ জানিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
নানা কারণে তাঁর বিতর্ক যেন পিছু ছাড়ে না। এর মধ্যে একবার সোনাক্ষী সিনহার বিরুদ্ধে বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগের পর তিনি মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়েছিলেন। পরে এই নায়িকার বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হয়েছিল।
ছবি: ইনস্টাগ্রাম