অপহরণ ও নির্যাতনের অভিযোগের জবাবে যা বললেন হানি সিং
আবার বিতর্কে জড়ালেন জনপ্রিয় র্যাপার হানি সিং। এবার তাঁর বিরুদ্ধে অপহরণ আর নির্যাতনের অভিযোগ। এক ইভেন্ট কোম্পানির মালিক হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণ আর নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন। তবে হানির বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।
নিজের পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার খবরের শিরোনামে উঠে আসেন হানি সিং। কিছুদিন আগে প্রেমিকা টিনা থান্ডানির সঙ্গে বিচ্ছেদের কারণে খবরে উঠে এসেছিলেন এই র্যাপার। এবার এক ইভেন্ট সংস্থার মালিক বিবেক রমণ তাঁর বিরুদ্ধে বিকেসি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। বিবেকের অভিযোগ, হানি আর তাঁর সঙ্গীরা অপহরণ করে তাঁর ওপর নির্যাতন চালিয়েছেন। এ মামলার ভিত্তিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘এক ইভেন্ট কোম্পানির মালিক বিবেক রমণ অভিযোগ দায়ের করেছেন যে হানি সিং আর তাঁর সঙ্গীরা তাঁকে অপহরণ করে বন্দী বানিয়ে নির্যাতন করেছেন।’
হানি সিং এই অভিযোগের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেছেন। এই জনপ্রিয় র্যাপার তাঁর পোস্টে লিখেছেন, ‘মুম্বাইতে আমাকে যতক্ষণ সময়ের জন্য পারফরম্যান্সের অনুমতি দেওয়া হয়েছিল, আমি সেই সময়মতো পারফর্ম করেছিলাম। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা আর ভিত্তিহীন। সকাল থেকে দেখছি, মিডিয়াতে এসব নিয়ে লেখা হচ্ছে। কিন্তু আমার কোম্পানি আর অভিযোগকারীর মধ্যে কোনো চুক্তি হয়নি, আর না-ইবা কোনো সংযোগ আছে। এটা আমার ভাবমূর্তি খারাপ করার প্রচেষ্টামাত্র। আমার আইনি দল আমার বিরুদ্ধে আনা সব মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শিগগিরই মানহানির মামলা করবে।’
একটি জনপ্রিয় ডিজিটাল মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বিকেসিতে ‘ফেস্টিবিনা’ নামে এক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের দিন ছিল ১৫ এপ্রিল। আর এ অনুষ্ঠানের দরুন হানির সঙ্গে বিবেকের টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত ঝামেলা বেঁধেছিল। আর সে কারণে বিবেক অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর তাতে বেজায় চটেছিলেন হানি সিং। বিবেকের অভিযোগ, এরপরই হানি আর তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁকে অপহরণ করে মুম্বাইয়ের সহারের এক হোটেলে বন্দী করে রেখেছিলেন। আর সেই সময় হানি আর বিবেকের মধ্যে হাতাহাতি হয়েছিল। বিবেক এ র্যাপারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। পুলিশ এখন এ মামলার তদন্ত করছে।
কিছুদিন আগে টিনা থান্ডানির সঙ্গে সম্পর্কের কারণে চর্চায় উঠে এসেছিলেন হানি সিং। তাঁরা এক বছর ধরে একে অপরের সঙ্গে প্রেম করছিলেন। কিন্তু হানি আর টিনার এখন ছাড়াছাড়ি হয়ে গেছে। হানি সিংয়ের জীবন বিতর্কে ভরা। এর আগেও একাধিকবার তিনি আইনি ঝামেলায় জড়িয়েছেন। তাই তাঁর জীবনে এসব নতুন কিছু নয়।