ভারতীয় অভিনেতার গলিত মরদেহ উদ্ধার

রবীন্দ্র মহাজানি
টুইটার

আট মাস ধরে পুনেতে একটা ফ্ল্যাট ভাড়া করে একা বসবাস করছিলেন মারাঠি অভিনেতা ও নির্মাতা রবীন্দ্র মহাজানি। গতকাল শুক্রবার সেখান থেকেই তাঁর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কবে মারা গেছেন, কীভাবে মারা গেছেন, তা জানা যাবে ময়নাতদন্তের পর। খবর এনডিটিভির

গতকাল অভিনেতার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসতে থাকে। বিষয়টি প্রতিবেশীরা খেয়াল করলে, তাঁরা পুলিশকে জানান। এরপর পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পান, ৭৭ বছর বয়সী এই অভিনেতার মরদেহ।

আরও পড়ুন

পুলিশে ধারণা, তিন দিন আগেই মারা গিয়েছেন রবীন্দ্র মহাজানির। মৃত্যুর কারণ জানতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে অভিনেতার পরিবারকে সংবাদটা দেয় পুলিশ। পুলিশ জানায়, কয়েক দিন ধরেই অভিনেতার ছেলে তাঁর বাবার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন।

রবীন্দ্র মহাজানি
টুইটার

বাবাকে না পেয়ে তাঁর এক বন্ধুকে অনুরোধ করেছিলেন বাবার ফ্ল্যাটে গিয়ে খবর নিতে। কিন্তু এর আগেই পুলিশ উদ্ধার করে রবীন্দ্র মহাজানির লাশ। ময়নাতদন্তের পর অভিনেতার লাশ তুলে দেওয়া হবে পরিবারের কাছে।

মুম্বাইয়ে ট্যাক্সি চালাতেন রবীন্দ্র মহাজানি। তাঁর স্বপ্ন ছিল অভিনেতা হবেন। সেই লক্ষ্যে ট্যাক্সি চালানোর পাশাপাশি অভিনয়ের অডিশন দিয়ে যেতেন। তাঁর কপাল খুলে ১৯৭৫ সালে। ‘জুঞ্জ’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘মুম্বাই চা ফৌজদার’, ‘কালাত নাকালাত’ মতো একাধিক মারাঠি ও গুজরাটি হিট সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালে অর্জুন কাপুর ও কৃতী শ্যাননের হিন্দি সিনেমা ‘পানিপথ’-এ তাঁকে দেখা গিয়েছে।