‘এবার আমাদের শয়নকক্ষে ঢুকে পড়ুন’

মুম্বাইতে এক অনুষ্ঠানে কারিনা কাপুর খান ও সাইফ আলী খান
এএনআই

পাপারাজ্জিদের দৌরাত্ম্যে রীতিমতো নাজেহাল বিটাউন তারকারা। তারা তাদের সীমা ক্রমেই ছাড়িয়ে যাচ্ছে বলে অনেক বিটাউন তারকা আওয়াজ তুলেছেন। সম্প্রতি বলিউড নায়িকা আলিয়া ভাটের ফ্ল্যাটের বৈঠকখানায় পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স ঢুকে পড়েছিল। এবার রাত ১২টাতেও নিস্তার পাননি বলিউডের নবাব দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর।

দুই সন্তানকে নিয়ে সাইফ ও কারিনা
এএনআই

গত বৃহস্পতিবার রাতে ঘটনাটা ঘটেছিল। সাইফনা দম্পতি মালাইকা অরোরার মায়ের জন্মদিনের পার্টি থেকে নিজেদের ফ্ল্যাটে ঢুকছিলেন। আর সেই গভীর রাতেও পাপারাজ্জিদের ক্যামেরা তাঁদের ধাওয়া করেছিল। রাত ১২টা নাগাদ ২০ জন পাপারাজ্জি নবাব দম্পতির আবাসনের গেট পার হয়ে ভেতরে ঢুকে সাইফ-কারিনার পিছু নিয়েছিল। তাতে বেজায় চটে গিয়েছিলেন সাইফ আলী। তিনি পাপারাজ্জিদের উদ্দেশে বলেছিলেন, ‘এবার আপনারা আমাদের শয়নকক্ষে ঢুকে পড়ুন।’

আরও পড়ুন

পাপারাজ্জিদের এই আচরণে বিরক্ত হয়ে সাইফ পরে বলেছেন, ‘আমরা সব সময় পাপারাজ্জিদের সহযোগিতা করি। তাদের দিকটা বুঝি। কিন্তু ঘরের বাইরে এ রকম আচরণ কেউ কি করে করতে পারে? এটা পুরোপুরি অন্যায়। আর তাই আমি “বেডরুম” নিয়ে মন্তব্য করেছি। কারণ, তারা আগেও সীমা লঙ্ঘন করেছে। আর কত সীমা পার করবে তারা?’

সাইফ আলী খান
এএনআই

সাইফ আরও বলেছেন, ‘বাচ্চারা যখন এক্সট্রা কারিকুলার কিছু করে তখনো পাপারাজ্জিরা তাদের লেন্সবন্দী করে। এসবের কী প্রয়োজন? পাপারাজ্জিরা স্কুলের অন্দরে প্রবেশ করতে পারে না। আমি এ নিয়ে আওয়াজ তুলেছি। কারণ, আসল সত্যিটা কেউ জানেন না। সবাই কিছু না কিছু বেচার ধান্দায় আছে। আমি শুধু এটুকু বলতে চাই।’

আরও পড়ুন

এ ঘটনার পর খবর এসেছিল যে সাইফ তাঁর আবাসনের সুরক্ষাকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। আর তিনি আইনি প্রক্রিয়া শুরু করেছেন। সাইফের মুখপাত্র প্রথম আলোকে জানিয়েছেন যে এই তথ্য সম্পূর্ণ ভুল। তিনি তাঁর আবাসনের নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেননি।

আরও পড়ুন