পুষ্পা-২ তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে সাই পল্লবী

‘পুষ্পা-২’ তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে দেখা যাবে সাই পল্লবীকেফেসবুক থেকে

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে। ২০২১ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ছিল এটি। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সিনেমাটির সিকুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। এরই ধারাবাহিকতায় গেল বছরের ১২ ডিসেম্বর শুরু হয়েছে ‘পুষ্পা ২’-এর শুটিং। প্রযোজকেরা আগেই জানিয়েছিলেন, দ্বিতীয় কিস্তি হবে আরও বেশি বাজেটের; আয়োজন, অ্যাকশন—সবকিছুতেই প্রথমটিকে টেক্কা দেবে।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার দৃশ্য।
ফেসবুক থেকে

পরিচালক সুকুমার পরিচালিত সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’–এ যথারীতি অভিনয় করছেন পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, তাঁর প্রেমিকার চরিত্রে রাশমিকা মান্দানা ও পুলিশ অফিসারের চরিত্রে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল।

তবে এবার ‘পুষ্পা ২’তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে যোগ হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। জানা গেছে, ‘পুষ্পা ২’তে অভিনেত্রী সাই পল্লবী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম সাই পল্লবীকে আল্লু অর্জুন অভিনীত সিনেমায় দেখা যাবে।

‘পুষ্পা’ চরিত্র করে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন
ফেসবুক থেকে

সাই পল্লবীকে এ সিনেমায় একজন উপজাতি মেয়ের চরিত্রে দেখা যাবে। খুব শিগগিরই তিনি এ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। জানা গেছে, এই সিনেমায় তাঁর অংশের শুটিংয়ের জন্য ১০ দিন বরাদ্দ রেখেছেন তিনি। দ্রুতগতিতে ভাইজাগ-এ ‘পুস্পা ২’ সিনেমার শুটিং চলছে। পুলিশের এসপির ভূমিকায় ফাহাদ ফাসিলও শুটিংয়ে যোগ দিয়েছেন। এ মাসের শুরু থেকেই তিনি এ সিনেমায় নিয়মিত শুটিং করছেন।

আশা করা হচ্ছে, ‘পুষ্পা ২’–এর প্রথম ঝলক আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশিত হবে। আগামী মাসেই সিনেমাটির একটি টিজার প্রকাশিত হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি।
ধারণা করা হচ্ছে, এ সিনেমায় পুষ্পা রাজের জীবন কাহিনি দেখানো হবে। তাঁর শৈশব, তাঁর বাবা ও অন্য ভাইবোনদের সঙ্গে তাঁর সম্পর্ক—এসব বিষয় এখানে খোলাসা করা হবে। যথারীতি এখানেও পুষ্পা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বজায় থাকবে। ‘পুষ্পা ২’–এ বছর কিংবা ২০২৪ সালে মুক্তি পাবে। তবে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখের ব্যাপারেও কিছুই জানায়নি।