পরিচালকদের প্রতি যে অভিযোগ নোরার

সেই কানাডা থেকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মুম্বাইয়ে এসেছিলেন নোরা ফাতেহি। চোখজুড়ে তাঁর হাজারো স্বপ্ন। হিন্দি ছবিতে নোরাকে এত দিন নাচ-গান করতেই দেখা গেছে বেশি। আইটেম ড্যানসার হয়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর স্বপ্ন কতটা পূরণ হয়েছে। আজ অভিনেত্রীর জন্মদিন। ছবিতে ছবিতে নোরা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক—
১ / ৫
নোরার স্বপ্ন ছিল হিন্দি সিনেমার প্রথম সারির অভিনেত্রী হবেন। কিন্তু বলিউড তাঁকে কেবল আইটেম ড্যানসার হিসেবেই ব্যবহার করেছে
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
যা নিয়ে আক্ষেপের শেষ নেই নোরার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোরা, ‘এখন এই ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। ছবির সংখ্যাও কমে গেছে। অধিকাংশ চিত্রনির্মাতা মাত্র চার-পাঁচজন নায়িকাকে নিয়েই ছবি করতে বেশি আগ্রহী। অন্য কাউকে তাঁদের নজরে পড়ে না। এই চার-পাঁচজন নায়িকা ক্রমেই একের পর এক ছবি করে যাচ্ছেন। নির্মাতারা বেশির ভাগ সময় তাঁদের বাইরে কারও কথা ভাবেনই না।’ ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
তবে নোরার আক্ষেপ সামনে কিছুটা ঘুচবে। কারণ, শিগগিরই তাঁকে দক্ষিণি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
সম্প্রতি নোরা কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে নোরার সঙ্গে দেখা যাবে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। শুধু তা-ই নয়, ছবিটিতে নোরার সঙ্গে নাচতেও দেখা যাবে সঞ্জয়কে। এই ছবিতে নোরা ও সঞ্জয় ছাড়া বিজয় সেতুপতি, শিল্পা শেঠি অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
বিষয়টি নিয়ে নোরা ভীষণ উচ্ছ্বসিত। প্রথম আলোকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বলে বোঝাতে পারব না, কতটা খুশি। দু-দুটো কন্নড় ছবিতে কাজ করতে চলেছি। এই দুই ছবির মাধ্যমে কর্ণাটকের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা ধারাকে জানতে পারব। এখানকার ছবির দর্শকের সঙ্গে সংযোগও তৈরি হবে। আমি এই ইন্ডাস্ট্রির একজন হতে পেরে রীতিমতো আপ্লুত। এখন দেখার অপেক্ষায় যে কর্ণাটকের দর্শক আমাকে কীভাবে গ্রহণ করেন। তাঁদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছি।’ ইনস্টাগ্রাম থেকে