আমিরের ‘সিতারে জমিন পর’ পাঁচ দিনে কত আয় করল

‘সিতারে জমিন পার’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা ভুলে তিন বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’। গত শুক্রবার মুক্তির প্রথম দিনে মোটামুটি ব্যবসা করলেও ধীরে ধীরে সিনেমাটির আয় বেড়েছে। পাঁচ দিনে কত আয় করল সিনেমাটি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি ৭৫ কোটি রুপি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সিতারে জমিন পর’। মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে।

‘সিতারে জমিন পর’ সিনেমার ট্রেলারে আমির খান। এক্স থেকে

এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির। গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। এখন পর্যন্ত আমিরের এই ছবির আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি।

বাণিজ্য বিশ্লেষকেরা আশা করছেন এই ছবি সপ্তাহের শেষে শুধু দেশি বক্স অফিসেই ৯০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন

এই ছবি বক্স অফিসে পা রাখার সঙ্গে সঙ্গেই দর্শকদের আবেগকে জয় করে নিয়েছে। আর ছবিতে অভিনেতাদের পারফরম্যান্সের কথা বলে আমির খান আবারও একবার প্রমাণ করেছেন যে তিনি কেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

রাগ, ভালোবাসা আর কমিক টাইমিং সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন নিজের চরিত্রে। আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন।
ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।