আইম্যাক্সে ঐশ্বরিয়া রাইয়ের ছবি

‘পোন্নিইন সেলভান ওয়ান’ ছবিতে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘পোন্নিইন সেলভান ওয়ান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আইম্যাক্স ফরম্যাটে। এই ফরম্যাটে উন্নত প্রযুক্তির সাহায্যে সিনেমাগুলো মুক্তি পায়। একই সঙ্গে ক্যামেরার উচ্চ রেজল্যুশন, কালারবিন্যাস, চলচ্চিত্র প্রক্ষেপণের উন্নত প্রযুক্তির ছোঁয়া পাওয়া যায়। এর আগে তামিল ভাষায় আর কোনো সিনেমা আইম্যাক্স ফরম্যাটে মুক্তি পায়নি। তামিল পরিচালক মণি রত্নমের ‘পোন্নিইন সেলভান ওয়ান’ প্রথম আইম্যাক্সে মুক্তি পাচ্ছে।

ছবিটি ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে

এই প্রযুক্তির সাহায্যে সিনেমা প্রদর্শনের জন্য সম্প্রতি আইম্যাক্স করপোরেশন ও ল্যায়কা প্রোডাকশন যৌথ একটি চুক্তি করেছে। আইম্যাক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমাটি ৩০ সেপ্টেম্বর ভারত ও বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে। অ্যাইম্যাক্স এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট মেগান কলিগান গণমাধ্যমে বলেন, ‘আইম্যাক্স নিয়মিতভাবে সারা বিশ্বে সফলভাবে পৌঁছে যাচ্ছে। এর যথাযথ উদাহরণ ভারতের “পোন্নিইন সেলভান ওয়ান”। নিয়মিতভাবে শৈল্পিক ও ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। আমরা ল্যায়কা প্রোডাকশনের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। বড় পর্দায় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসছি। দর্শকদের এই নতুন অনুভূতি দেখার জন্য আর বেশি অপেক্ষা করতে পারছি না।’

রানিবেশে ঐশ্বরিয়ার অপার সৌন্দর্য সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে

ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রিয় পরিচালকদের একজন মণি রত্নম। তাঁর ‘পোন্নিইন সেলভান ওয়ান’ সিনেমাটি দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বরিয়া। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবিটির টিজার। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার একটি গান। তবে সবকিছু মিলিয়ে স্বস্তিতে নেই পরিচালক। কারণ, বড় বাজেটের সিনেমাটি প্রথমবার ভিন্নভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে চান। এ জন্য চরিত্রেও রয়েছে বৈচিত্র্য। ছবিতে ঐশ্বরিয়াকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। যার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। পেজুভুরের রানি নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

এই এপিক ড্রামাভিত্তিক ছবিতে ঐশ্বরিয়ার অলংকার নির্মাণ করার পেছনে আছে গল্প

সাবেক বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালা প্রমুখ। ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় দেখা যাবে। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়্যান সেলভান’ ছবিটি তৈরি করা হয়েছে। উপন্যাসভিত্তিক এই কাহিনি মূলত গড়ে উঠেছে ভারতের চোল বংশের অরুলমোজি বর্মণের সময়কার গল্প নিয়ে।