কমেডিতে মজেছেন ম্রুণাল

ম্রুণাল ঠাকুরইনস্টাগ্রাম

মূলত রোমান্টিক আর ড্রামাধর্মী সিনেমায় অভিনয়ের জন্যই পরিচিত ম্রুণাল ঠাকুর। ‘লাভ সোনিয়া’, ‘সুপার ৩০’ থেকে ‘সীতা রমম’ তাঁর আলোচিত সিনেমাগুলোই ছিল এই ধাঁচের। তবে কমেডি সিনেমা ‘আখ মিচোলি’-তে অভিনয়ের পর থেকে কমেডিতে মজেছেন ম্রুণাল।

ম্রুণাল ঠাকুর
ফেসবুক থেকে নেওয়া

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উমেশ শুক্লা পরিচালিত কমেডি সিনেমা ‘আখ মিচোলি’। ম্রুণালের সঙ্গে সিনেমাটিতে আছেন অভিমান্যু দসানি, পরেশ রাওয়াল। মুক্তির পর সমালোচকদের কাছ থেকে সেভাবে প্রশংসা পায়নি সিনেমাটি। তবে প্রথমবারের মতো কমেডি সিনেমায় অভিনয় করে বেশ মজা পেয়েছেন ম্রুণাল। সেটা এতটাই যে এখন থেকে নিয়মিত কমেডি সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, ‘এখন তো উৎসবের মৌসুম, এই সময়ে এমন একটি কমেডি সিনেমা দরকার ছিল, যা পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে উপভোগ করা যায়। এটা আমার ক্যারিয়ারের প্রথম কমেডি সিনেমা। তাই নিজেরও আলাদা একটা আগ্রহ ছিল।’ এই সিনেমায় অভিনয় করতে গিয়ে ম্রুণালের দারুণ অভিজ্ঞতা হয়েছে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘উমেশ স্যারের (পরিচালক উমেশ শুক্লা) কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি। তিনি আমার কমিক টাইমিংয়ের তারিফ করেছেন। সিনেমাটি করার সবচেয়ে বড় কারণ ছিল দর্শকদের আনন্দ দেওয়া। দুর্ভাগ্যবশত পরিবার নিয়ে দেখার মতো খুব বেশি কমেডি সিনেমা এখন হয় না।’

‘আখ মিচোলি’ সিনেমাটির গল্প এক বিয়ের অনুষ্ঠানের মজার ঘটনা নিয়ে। সিনেমায় ম্রুণাল অভিনয় করেছেন পরেশ রাওয়ালের সঙ্গে। যিনি কিনা তাঁর কমিক টাইমিংয়ের জন্য বারবারই প্রশংসিত।

‘হেরা ফিরি’, ‘মালামাল উইকলি’র মতো সিনেমায় অভিনয় করা পরেশ রাওয়ালের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ম্রুণাল বলেন, ‘শুটিংয়ে তাঁর সঙ্গে কাজ করা ছিল সবচেয়ে বড় পাওয়া। তাঁর কাছ থেকে শিখেছি, কীভাবে নিজের দৃশ্যটি পূর্ণ মনোযোগ দিয়ে করতে হয়। কারণ, কমেডি সিনেমায় সামান্য গন্ডগোল হলে পুরো দৃশ্যটিই মাটি হয়ে যায়।’

ম্রুণাল ঠাকুর
ইনস্টাগ্রাম থেকে

সিনেমা, সিরিজ মিলিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ম্রুণাল। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে বেশ কয়েকটি হিন্দি ও দক্ষিণি সিনেমায়।