ঢাকার মঞ্চে নোরা ফাতেহির ২৫ মিনিট
ঢাকার একটি আয়োজনে অংশ নিতে মুম্বাই থেকে উড়ে এসেছিলেন বলিউড তারকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহি। একটি তথ্যচিত্রের শুটিংয়ের অনুমতি নিয়ে ঢাকায় এলেও আয়োজক প্রতিষ্ঠান ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ নামের ওই অনুষ্ঠানে তিন ধরনের টিকিটমূল্য ধার্য করে। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা। টিকিট কেনা অতিথিরাও ভেবেছিলেন নোরার পরিবেশনা উপভোগ করবেন তাঁরা। কিন্তু কোনো ধরনের পরিবেশনায় অংশ না নিলেও প্রায় ২৫ মিনিট মঞ্চে থেকে বিভিন্নজনের হাতে পুরস্কার তুলে দিয়েছেন নোরা।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫