মধ্যপ্রাচ্যে কয়েকটি দেশে নিষিদ্ধ, বাংলাদেশেও মুক্তি পেল না ‘ফাইটার’

‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে দীপিকা, হৃতিক ও অনিল কাপুরকে। ছবি : এক্স থেকে

গত বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছে হৃতিক রোশনদীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার। বাংলাদেশেও মুক্তির অনুমতি পেয়েছিল ছবিটি। আজ শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের কথা ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশে ছবিটি মুক্তি পায়নি। জানা গেছে, আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এই ছবি।
কদিন পরেই শুরু হচ্ছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার সিনেমা দেশের প্রেক্ষাগৃহে না প্রদর্শনের অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। পরিষদের সদস্যসচিব শাহ আলম কিরন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ফাইটার আমদানি করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গীকার করে একটি অঙ্গীকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেওয়ার বিশেষ অনুরোধ করছি।’
ওই চিঠিতে ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনন্য মামুনের সহযোগিতা চাওয়া হয়।

এই চিঠির পরিপ্রেক্ষিতে অনন্য মামুন জানিয়েছেন, ফাইটার বাংলাদেশে তাঁরা মুক্তি দেবেন না।  কারণ, ভারতীয় প্রযোজক ছয় দিনের জন্য এত বড় বাজেটের সিনেমা এখানে মুক্তি দেবেন না। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।

‘ফাইটার’–এ হৃতিক ও দীপিকা। ছবি : ইনস্টাগ্রাম থেকে

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ মুক্তির আগে ‘শের খুল গায়ে’ ও ‘ইশক জ্যায়সে কুচ’ ছবির এ দুটি গানে মেতে ওঠেন হৃতিক ও দীপিকার ভক্তরা। এর আগে গত মঙ্গলবার রাতে ছবিটি ঘিরে নিষিদ্ধের খবর পাওয়া গেছে। ভারতের চলচ্চিত্র ব্যবসায়ী বিশেষজ্ঞ ও পরিচালক গিরীশ জোহর এক্সে জানিয়েছেন, ‘ফাইটার’ আনুষ্ঠানিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

শুধু সংযুক্ত আরব আমিরাতে পিজি-ফিফটিন ক্যাটাগরিতে ছবিটি মুক্তি পাবে। আর তাই বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবের মতো দেশের সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে ‘ফাইটার’ মুক্তির ওপর কেন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার কারণ স্পষ্টভাবে জানা যায়নি।

সম্প্রতি ‘ফাইটার’-এর এক প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই অনুষ্ঠানে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) নির্দেশ নিয়ে সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার ছবিতে কোনো দৃশ্যই জোর করে ঢোকানো নয়। ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃশ্যের শুটিং করা হয়। তবে আমরা এটাও বুঝি যে সেন্সর বোর্ডের কিছু দায়বদ্ধতা ও নিয়ম আছে। আমরা সিবিএফসির নির্দেশ মেনে কিছু দৃশ্যে পরিবর্তন করেছি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, তাতে ছবির গল্পের ওপর কোনো প্রভাব পড়বে না।’

আরও পড়ুন