বলিউডে আরও একটি নতুন নাম

চাহত ভিজ
ইনস্টাগ্রাম

ভেবেছিলেন সংগীত নিয়ে ক্যারিয়ার শুরু করবেন। কিন্তু একসময় অন্তর থেকে অভিনয় করার তাগিদ বোধ করেন। তাই আর দেরি না করে তড়িঘড়ি অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করেন। এবার অভিনেত্রী হিসেবে খাতা খুলছেন চাহত ভিজ।
বর্ধন কেতকর পরিচালিত ‘গুমরাহ’ ছবি দিয়ে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছেন চাহত। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে তাঁকে দেখা গেছে। ‘গুমরাহ’ ছবির মূল চরিত্রে আছেন ম্রুণাল ঠাকুর ও আদিত্য রায় কাপুর।

ম্রুণাল ঠাকুর ও আদিত্য রায় কাপুরের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত এই তরুণী। এ ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘মিউজিক প্রোডাকশন ও মিউজিক কম্পোজিশন নিয়ে পড়াশোনা করতাম।

আরও পড়ুন

কিন্তু হঠাৎ অভিনেত্রী হওয়ার তাগিদ বোধ করি। তাই অনুপম খেরের অ্যাক্টর প্রিপেয়ার্সে অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করি। এরপর অনেক অডিশনের পর গুমরাহতে সুযোগ পাই। এ ছাড়া আরও তিনটি ওয়েব সিরিজ আমার ঝুলিতে চলে এসেছে।’

ম্রুণালের প্রসঙ্গে চাহত বলেন, ‘শুটিংয়ের সময় আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি। ম্রুণাল খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলেন, “প্রত্যাখ্যান” কীভাবে আমাদের কাজের অংশ হয়ে দাঁড়ায়। কীভাবে প্রত্যাখ্যানকে স্বীকার করতে হয়। ম্রুণাল জানিয়েছিলেন, নিজের প্রতি আস্থা থাকলে কোনো কিছু করা অসম্ভব নয়। তাঁর এই কথা আজীবন আমার সঙ্গে থাকবে।’

বিটাউনের এই নবাগত নায়িকা আরও বলেন, আদিত্য তাঁরই মতো সংগীত অনুরাগী।

চাহত ভিজ
ইনস্টাগ্রাম

আদিত্যর প্রসঙ্গে চাহত বলেন, ‘আদিত্য শুধু সংগীত অনুরাগী নন, নিজে সংগীতকার। বিভিন্ন বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই এক। এমনকি অভিনয় করার কৌশলের মধ্যেও আমাদের মিল আছে। তাই আমাদের আড্ডা ভালোই জমে উঠেছিল।’