সেক্স-কমেডি ছবিতে অভিনয় করবেন না

রাধিকা আপ্তে
ছবি: ইনস্টাগ্রাম

হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজ দিয়ে দর্শক-সমালোচকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন রাধিকা আপ্তে। কিন্তু দুই বছর ধরে অভিনয়ে অনিয়মিত এ অভিনেত্রী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘বলিউড সংস্কৃতি’র সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি। এবার রাধিকা হিন্দি সিনেমা নিয়ে আরও কিছু কথা বলেছেন।

আরও পড়ুন

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে সচেতনভাবে আইটেম নম্বর, বাণিজ্যিক সিনেমার গান এড়িয়ে গেছেন। ‘আন্ধাধুন’ অভিনেত্রী বলছেন, নানা ধরনের ছবির প্রস্তাব পেলেও ইদানীং ছবি বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতন হয়েছেন তিনি। বিশেষ করে সেক্স-কমেডি ঘরানার ছবি করতে চান না তিনি। রাধিকার মতে, সেক্স-কমেডি ছবি নারীর প্রতি বিদ্বেষমূলক।

রাধিকা আপ্তে
ইনস্টাগ্রাম

‘বদলাপুর’ ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয়ের পর থেকে মূলত সেক্স-কমেডি ছবির প্রস্তাব পেতে থাকেন রাধিকা। কিন্তু রাজি হননি তিনি। সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, সেক্স-কমেডি ঘরানার ছবি নিয়ে তাঁর কোনো বিদ্বেষ নেই। কিন্তু নিজে এ ধরনের ছবির অংশ হতে চান না।

‘আন্ধাধুন’ ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও রাধিকা আপ্তে
ছবি: ইনস্টাগ্রাম

নিজের অবস্থান ব্যাখ্যা করে রাধিকা আরও বলেন, ছবির গল্পের প্রয়োজনে মজা করে কিছু করা হলে তাঁর আপত্তি নেই। কিন্তু নারীদের হেয় করে অযৌক্তিকভাবে এমন কিছু চিত্রনাট্য থাকলে, সে গল্প এড়িয়ে যান তিনি।

‘মনিকা ও মাই ডারলিং’-টিম

রাধিকাকে সর্বশেষ দেখা গেছে পুস্কর-গায়েত্রী পরিচালিত ‘বিক্রম বেদা’ সিনেমায়। এদিকে আজ মুক্তি পেয়েছে রাধিকার ছবি ‘মনিকা ও মাই ডারলিং’-এর ট্রেলার। ভাসান বলা পরিচালিত ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ১১ নভেম্বর। ডার্ক কমেডি ঘরানার ছবিটিতে রাধিকা ছাড়াও আছেন রাজকুমার রাও এবং হুমা কুরেশি।

আরও পড়ুন