যেখানে ৬৭ বছরের চিরঞ্জীবী ৩৬ বছরের শ্রুতির সঙ্গে রোমান্স করেন

‘ওলটার বেরিয়া’ সিনেমার গানে শ্রুতি হাসান ও চিরঞ্জীবী
ছবি : সংগৃহীত

বয়স একটা সংখ্যামাত্র—বহুল প্রচলিত কথাটা তাঁর সঙ্গে ভালো যায়। তেলেগু তো বটেই, হিন্দি, তামিল, কন্নড় মিলিয়ে দেড় শতাধিক সিনেমা করেছেন। কয়েক প্রজন্ম তাঁর অভিনয় দেখে বড় হয়েছে বললেও ভুল বলা হয় না। তিনি আর কেউ নন, দক্ষিণি তারকা চিরঞ্জীবী। ১৩ জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ওলটার বেরিয়া’ দিয়ে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার গান ‘নিকেমো আন্দামেক্কুবা’। গানটিতে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীকে ৩৬ বছর বয়সী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে।

‘ওলটার বেরিয়া’ সিনেমার গানে শ্রুতি হাসান ও চিরঞ্জীবী
ছবি : সংগৃহীত

চিরঞ্জীবীর দক্ষিণি বাণিজ্যিক সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তোলে, এটা কোনো নতুন কথা নয়। তাঁর সিনেমায় যুক্তি খুঁজতে গেলে মুশকিল, চিরঞ্জীবীর ভক্তরা তা খুঁজতেও যান না। তাঁরা যান ভরপুর বিনোদন দেখতে। পর্দায় যা ভালোমতোই মজুত থাকে।
এই যেমন গত বছর মুক্তি পাওয়া চিরঞ্জীবীর সিনেমা ‘গডফাদার’ নিয়ে যতই মিম হোক, হিট মালয়ালম সিনেমা ‘লুসিফার’-এর তেলেগু রিমেকটি ঠিকই বক্স অফিসে ঝড় তুলেছিল।

‘ওলটার বেরিয়া’ সিনেমার গানে শ্রুতি হাসান ও চিরঞ্জীবী
ছবি : সংগৃহীত

বক্স অফিস বিশ্লেষকেরা একই পূর্বাভাস দিয়েছেন চিরঞ্জীবীর নতুন সিনেমা ‘ওলটার বেরিয়া’র ক্ষেত্রেও। ছবিটি দিয়ে চলতি বছরের শুরুতে তেলেগু বক্স অফিসে ঝড় উঠবে, আশা প্রযোজকের। চিরঞ্জীবী, শ্রুতি হাসান তো আছেই, ছবিতে আছেন আরেক তারকা রবি তেজাও। কে এস রবীন্দ্র পরিচালিত সিনেমাটিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর মোস্ট ওয়ান্টেড চোরাকারবারি ‘ওলটার বেরিয়া’র চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জীবী।

‘ওলটার বেরিয়া’ সিনেমার গানে শ্রুতি হাসান ও চিরঞ্জীবী
ছবি : সংগৃহীত

এর মধ্যে মুক্তি পাওয়া সিনেমার গানগুলো নিয়ে আলোচনা হয়েছে। ৬৭ বছর বয়সেও রোমান্টিক গানে চিরঞ্জীবীর পারফরম্যান্স দেখে মুগ্ধ ভক্তরা। একজন লিখেছেন, ‘চিরঞ্জীবী কখনো পুরোনো হয় না।’ আরেক ভক্ত লিখেছেন, ‘তাঁর মতো নাচতে কেউ পারে না।’

এখন দেখার, অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটি বক্স অফিসে কেমন করে।

আরও পড়ুন
আরও পড়ুন