এটা ‘মি টু’র চেয়েও বেশি, সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি নিয়ে মালয়ালম অভিনেত্রী
মালয়ালম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে তোলপাড় চলছে ভারতে। কেবল কেরালা নয়, ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানি নিয়ে আলোচনা চলছে। এবার যৌন হয়রানি নিয়ে কথা বললেন জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। এএফপিকে অভিনেত্রী বলেন, কেরালায় যা হচ্ছে তা ‘মি টু’ আন্দোলনের চেয়েও বেশি।
কেরালায় তোলপাড় শুরু হয় মালয়ালম সিনেমায় যৌন হয়রানি নিয়ে তৈরি হেমা কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আসার পর। গত ১৭ আগস্ট এই প্রতিবেদন প্রকাশ্যে আসে, এর পর থেকেই বিষয়টি নিয়ে কথা বলছেন মালয়ালম, তামিল ও তেলেগু সিনেমার শিল্পী–কলাকুশলীরা।
হেমা কমিটির প্রতিবেদনকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেছেন পার্বতী। এএফপিকে তিনি বলেন, ‘এটা মালয়ালম ইন্ডাস্ট্রির জন্য ঐতিহাসিক মুহূর্ত, যেখানে ভুক্তভোগীরা প্রকাশ্যে অভিযুক্তদের নাম বলছেন। এটা আসলে “মি টু” আন্দোলনের চেয়েও বেশি কিছু।’
পার্বতী নিজের সচেতনতামূলক সংগঠন ‘ওমেন ইন সিনেমা কালেকটিভ’-এর সদস্য। তিনি জানান, কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ তৈরি করতেই সংগঠনটির যাত্রা শুরু হয়।
সাক্ষাৎকারে পার্বতী আরও বলেন, ‘এবার যা হয়েছে (হেমা কমিটির প্রতিবেদন), সেটা আসলে নাড়িয়ে দেওয়ার মতো। এটা আসলে ব্যক্তিপর্যায়ে অভিযোগের পর্যায়ে আর নেই। এটা এমন একটা পতিত ব্যবস্থার কথা বলছে, যেখানে নারীদের নিগৃহীত হতে হয়েছে।’
একই সঙ্গে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে কর্মরত যৌন হয়রানির শিকার নারীদের প্রতিও বিশেষ বার্তা দেন পার্বতী।
তাঁর ভাষ্যে, ‘আপনারা সবাই দক্ষ শিল্পী, অন্য কারও কথা শুনবেন না, নিজের কথা বলেন। মনে রাখবেন, যাঁরা আপনাদের অন্য পেশা বেছে নেওয়ার পরামর্শ দেন, তাঁরাই আপনাদের জীবন কঠিন করে তোলেন। এটা আপনাদের ইন্ডাস্ট্রি, অন্যদের নয়। কথা বলুন, যাতে করে আমরা অধিকার নিয়ে সোচ্চার হতে পারি।’