এখনো ‘লাপাত্তা লেডিস’ ৫ নম্বরে, শীর্ষে কোনটি

মুক্তির পর থেকে এখনো আলোচনায় রয়েছে নেটফ্লিক্সের সিনেমা ‘লাপাত্তা লেডিস’। নেটফ্লিক্সে আন্তর্জাতিক সিনেমায় (নন-ইংলিশ) এখনো শীর্ষ পাঁচ সিনেমার মধ্যে রয়েছে ভারতের সিনেমা ‘লাপাত্তা লেডিস’। নন-ইংলিশ ভাষায় কোন সিনেমাটি এগিয়ে রয়েছে, একনজরে দেখে নিতে পারেন।
১ / ৫
স্পেনের সিনেমা ‘দ্য কুরিয়ার’ মুক্তি পায় জানুয়ারি মাসে। পরে নেটফ্লিকে মুক্তির পর সিনেমাটি শীর্ষ রয়েছে। সিনেমাটি ১ কোটি ১১ লাখের বেশি দর্শক দেখেছেন। সাম্প্রতিক সময়ে এটি দেখা সর্বাধিক সিনেমার একটি।
ছবি: আইএমডিবি
২ / ৫
ব্রাজিলের একটি পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা ছিল যুক্তরাষ্ট্র ভ্রমণের। সেই ভ্রমণের গল্প নিয়ে সিনেমা ‘পারটিউ আমেরিকা’। সিনেমাটির রেটিং ৪ হলেও এখনো দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আইএমডিবি
৩ / ৫
ইন্দোনেশিয়ার সিনেমা ‘মনস্টার’। সিনেমায় কোনো সংলাপ নেই। ভৌতিক ও থ্রিলার সিনেমাটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।
ছবি: আইএমডিবি
৪ / ৫
অজয় দেবগন অভিনীত সিনেমা ‘শয়তান’ নেটফ্লিক্সে দেখেছেন প্রায় ৩২ লাখের বেশি দর্শক। থ্রিলার সিনেমাটি নিয়ে এখনো দর্শকদের আগ্রহ রয়েছে। এটি শীর্ষ ৪ নম্বরে রয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ৫
‘লাপাত্তা লেডিস’ সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৬ লাখের বেশি দর্শক। বিয়ের পর ট্রেনের মধ্যে বউ বদলের গল্পটি দর্শকদের প্রশংসা পায়।
ছবি: আইএমডিবি