সবচেয়ে বড় ‘শিক্ষার’ কথা জানালেন সারা

সারা আলী খান
ইনস্টাগ্রাম

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ দিয়ে শুরুটা খারাপ ছিল না। এরপর তাঁকে দেখা গেছে রোহিত শেঠির হিট সিনেমা ‘সিম্বা’য়। সেটা ২০১৮ সালের কথা। তারপর আর সাফল্যের স্বাদ পাওয়া হয়নি সারা আলী খানের। নতুন সিনেমা মুক্তির আগে ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি আর নিজের ভুল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

হিন্দি সিনেমার ক্যারিয়ারের পাঁচ বছর পূর্ণ করে ব্যর্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। টানা ব্যর্থতা নিয়ে সারা বলেন, ক্যারিয়ারে তিনি এখনো শেখার পর্যায়ে আছেন। এ সময়ে কিছু সিদ্ধান্ত নিতে ভুল হবে, সেটাই স্বাভাবিক। তাঁর চিত্রনাট্য পছন্দ করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন।

সারা বলেন, বিষয়টি নিয়ে যেকোনো ধরনের উপদেশ মানতে তিনি রাজি। তিনি বলেন, ‘সব ধরনের আইডিয়াকেই স্বাগত জানাই। আমি এমন একজন যে কিনা উপদেশ ও পরামর্শ মাথা পেতে নিতে প্রস্তুত।’

আরও পড়ুন

সাক্ষাৎকারে সারা কথা বলেন এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় শিক্ষা নিয়েও। সারা বলেন, ‘জীবনে উত্থান-পতন থাকবেই এটা বুঝতে শেখা ও মেনে নিতে পারাই আমার সবচেয়ে বড় শিক্ষা।’

কোভিডের পর ভারতীয় দর্শকের রুচি অনেকটা বদলে গেছে বলে মনে করেন অনেক সমালোচক। এখন পুরোপুরি বিনোদননির্ভর সিনেমা ছাড়া সেভাবে চলছে না। সে কারণেই কিনা সারা এখন পুরোপুরি কমেডিনির্ভর সিনেমা করতে চান।

‘আমি কমেডি সিনেমা করতে চাই। ব্যাপারটা সঠিক চিত্রনাট্য পাওয়ার ওপর নির্ভর করছে। তবে সিনেমার সব ঘরানায় কাজের ইচ্ছা আগের মতোই আছে,’ বলেন সারা।

সারা আলী খান অভিনীত নতুন সিনেমা ‘গ্যাসলাইট’ সরাসরি ওটিটিতে মুক্তি পাবে। ডিজনি প্লাস হটস্টারে ৩১ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে সারা আলী খান ছাড়া অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি ও চিত্রাঙ্গদা সিং।