সত্যিই কি ৫৭ বছর বয়সে বাবা হচ্ছেন আরবাজ

আরবাজ খান। অভিনেতার ফেসবুক থেকে

আরবাজ খান ও সুরা খান তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়; দিন কয়েক ধরেই ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ করছিল। সম্প্রতি মুম্বাইয়ে স্ত্রীর সঙ্গে ঘুরতে বেরিয়ে পাপারাজ্জিদের সামনে পড়ে যান আরবাজ। তখনই তাঁকে প্রশ্ন করা হয়, ঘরে কি নতুন অতিথি আসছে? উত্তরে কী বলেছেন অভিনেতা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

আরবাজ খানকে স্ত্রী সুরার সঙ্গে সম্প্রতি ডিনারে যেতে দেখা গিয়েছিল। ডিনারের পর আরবাজ ও সুরা যখন পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন, তখন ফটোগ্রাফাররা আরবাজকে অভিনন্দন জানাচ্ছিলেন, জবাবে তিনি দৃশ্যত লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। এদিকে সুরা শুধু আরবাজের দিকে তাকিয়ে মুচকি হাসেন। যদিও সত্যিই তিনি বাবা হচ্ছেন কি না, সেটা নিশ্চিত করেননি। তবে আলোকচিত্রীদের অভিনন্দনের প্রতিক্রিয়া মুচকি হাসিকে অনেকেই সম্মতি হিসেবে দেখছেন। অন্তর্জালে ছড়িয়ে পড়া ভিডিও দেখে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে সত্যিই তিনি বাবা হতে চলেছেন’।

আরবাজ ও সুরা ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন। এর আগে এই অভিনেতা ও প্রযোজক মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়। ৫৭ বছর বয়সী আরবাজকে এখন আর খুব বেশি সিনেমায় অভিনয় করতে দেখা যায় না।

আরও পড়ুন