ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, প্রভাসের ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর

‘আদিপুরুষ’–এর নতুন পোস্টার
ফেসবুক থেকে নেওয়া

বিপদ যেন পিছুই ছাড়ছে না ‘আদিপুরুষ’–এর। একের পর এক বিতর্কে নাম জড়িয়ে যাচ্ছে সিনেমাটির। এবার আইনি ঝামেলায় জড়িয়েছেন সিনেমাসংশ্লিষ্ট সবাই। কয়েক দিন আগেই প্রকাশ পেয়েছে এই সিনেমার নতুন পোস্টার। আর এই পোস্টার নিয়েই নতুন এই বিতর্ক।
ওম রাউত পরিচালিত এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমা নিয়ে সমালোচনার শুরু। পোস্টারে রামের রূপে প্রভাস, আর কৃতি শ্যাননকে সীতার রূপে দেখা গেছে। অভিযোগ উঠেছে, হিন্দু ধর্মগ্রন্থ ‘রামচরিতমানস’-এ রামের সাজসজ্জা যেভাবে দেখানো হয়েছে, ঠিক তার উল্টো ‘আদিপুরুষ’–এর নতুন পোস্টারে দেখানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এই পোস্টার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এ নিয়ে থানায় অভিযোগ করেছেন মুম্বাইয়ের বাসিন্দা সঞ্জয় দীনানাথ তিওয়ারি। সাকিনাকা পুলিশ স্টেশনে ছবির পরিচালক ওম রাউত, প্রযোজক ভূষণ কুমারসহ সিনেমাসংশ্লিষ্ট সবার বিরুদ্ধে এফআইআর করেছেন। অভিযোগকারী ব্যক্তি সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে আইপিসির ২৯৫ (এ), ২৯৮, ৫০০, আর ৩৪ ধারা অনুযায়ী মামলা করার জন্য দাবি তুলেছেন।

আরও পড়ুন

সঞ্জয় দীনানাথ তিওয়ারির অভিযোগ, সিনেমার নতুন পোস্টারে রামের রূপে অভিনয় করা প্রভাসের গায়ে পইতা নেই।

‘আদিপুরুষ’–এ প্রথমবার দেখা যাবে প্রভাস ও কৃতি শ্যাননকে
ছবি : টুইটার

এ ছাড়া সীতারূপী কৃতির সিঁথিতে সিঁদুর নেই। তাঁর বক্তব্য, নির্মাতারা জেনে-বুঝেই এ রকম করেছেন, যাতে তাঁরা সনাতন ধর্মকে অপমান করতে পারেন। তিনি আরও বলেন, ‘আদিপুরুষ’–এর পোস্টার সনাতন ধর্মকে অপমান করেছে। আর এ কারণে ভবিষ্যতে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসন বিপদে পড়তে পারে।’

এই অভিযোগ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা পোস্টার নিয়েও নির্মাতাদের দুষছেন। অনেকেই বলছেন, ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন নির্মাতারা। এটা বলার কারণও রয়েছে। শুরু থেকেই ‘আদিপুরুষ’ মানুষের সমালোচনার মুখে পড়েছে বিভিন্ন বিষয় নিয়ে। গত বছর টিজার প্রকাশের পর ভিএফএক্স এবং দেব–দেবীদের বিকৃত করে উপস্থাপনের জন্য সমালোচিত হয়। পরে সিনেমায় অনেক দৃশ্যেরই পরিবর্তন এনেছিলেন পরিচালক ওম রাউত।

সবচেয়ে বেশি বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘আদিপুরুষ’। তেলেগু সুপারস্টার প্রভাসের সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন কৃতি শ্যানন। এ ছাড়া এই সিনেমায় আরও দেখা যাবে সাইফ আলি খানকে। ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি কয়েকবার পিছিয়েছে। শেষ পর্যন্ত চলতি বছরের ১৬ জুন মুক্তির কথা রয়েছে। তার আগে নতুন করে বিতর্কে জড়াল ‘আদিপুরুষ’।