আবার মা হলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী

ঈশিতা দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অভিনেত্রী ঈশিতা দত্ত ও অভিনেতা বৎসল শেঠের ঘরে আবার এক নতুন সদস্যের আগমন হয়েছে। এই তারকা দম্পতি ভালোবাসা দিবসের সময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো মা-বাবা হতে চলেছেন তাঁরা।

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশিতা জানিয়েছেন, তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশিতা জানিয়েছেন, তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তিনি দ্বিতীবার মা হয়েছেন। আর সুন্দর মুহূর্তটা তাঁরা উপভোগ করছেন বলে অভিনেত্রী জানিয়েছেন। ঈশিতা তাঁর আদরের মেয়েকে একঝলক দেখিয়েছেন। ঈশিতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের প্রথম ঝলক দেখিয়ে বলেছেন, ‘দুই থেকে চার হৃদয় একসঙ্গে ধুকপুক করছে। আমাদের পরিবার এবার সম্পূর্ণ হলো। কন্যাসন্তানের আগমনে আমরা ধন্য।’

অভিনেত্রী এই পোস্টের সঙ্গে এক ঝলমলে পারিবারিক ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই ছবিতে দেখা যাচ্ছে, নবজাতককে কোলে আগলে রেখেছেন ঈশিতা। আর তাঁর পাশে আছেন স্বামী বৎসল ও ছেলে বায়ু। তাঁদের তিনজনের মুখে হাসি ঝরে পড়ছে। ঈশিতার এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন সুনীল শেঠি, ঋদ্ধিমা পণ্ডিত, হেলি শাহ, রাকুল প্রীত সিং, সীমা সজদেহ, সুনয়না ফৌজদারসহ আরও অনেক বলিউড তারকা।

ঈশিতা দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বৎসল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ঈশিতার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া তাঁর জন্য অনেক বড় চমক ছিল। ঈশিতা যখন জানিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন, তখন অবাক হয়েছিলেন তিনি। এই অভিনেতা বলেছিলেন, ‘একজন বাবা হিসেবে আমার জন্য অনেক বড় খবর ছিল। আমি তখন খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম।’

টেলিভিশন ধারাবাহিক ‘রিস্তো কা সওদাগর-বাজিগর’-এর সেটে ঈশিতা আর বৎসল একে অপরের প্রেমে পড়েন। ২০১৭ সালের ২৮ নভেম্বর এই জুটি চিরবন্ধনে আবদ্ধ হয়েছিল। ২০২৩ সালের ১৯ জুলাই ঈশিতার কোল আলো করে আসে ছেলে বায়ু। ছেলে হওয়ার দুই বছর পর কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী। ঈশিতা নজর কেড়েছিলেন ‘দৃশ্যম’ ছবিতে। এ ছবিতে তিনি অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন