default-image

তার মানে ‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার কিছুদিন পর তা ওটিটিতে দেখা যাবে। আরও গুঞ্জন যে এর জন্য নেটফ্লিক্স এক মোটা অঙ্ক দিয়েছে ছবির নির্মাতাদের। যদি সব ঠিকঠাক এগোয়, তাহলে দেশের মধ্যে অন্যতম বড় চুক্তি হতে চলেছে। নেটফ্লিক্স ‘আদিপুরুষ’ ছবির ডিজিটাল স্ট্রিমিং স্বত্বের জন্য ২৫০ কোটি টাকা দিয়েছে। কিছুদিন আগে ‘আদিপুরুষ’ ছবির নির্মাতারা এক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে এই ছবির শুটিং শেষ হয়ে গেছে। তবে ছবিটি এখন প্রেক্ষাগৃহে আসতে অনেক সময় বাকি।

default-image

আগামী বছরের ১২ জানুয়ারি মহাশিবরাত্রি পূজার সময় ছবিটি মুক্তি পাবে। ওম রাউত পরিচালিত এই ছবির এখনো পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। অথচ এখনই নেটফ্লিক্স এক বড়সড় চুক্তি করে ফেলল। আসলে তারা এই প্যান ইন্ডিয়া ছবিটি হাতছাড়া করতে চায় না।

default-image

রামায়ণ মহাকাব্যের আধারে ‘আদিপুরুষ’ নির্মাণ করা হচ্ছে। প্রভু রাম ও সীতার ভূমিকায় দেখা যাবে প্রভাস আর কৃতি শ্যাননকে। এই জুটিকে সবাই প্রথমবার বড় পর্দায় দেখার অপেক্ষায়। ‘আদিপুরুষ’ ছবিতে অন্যতম সেরা চমক সাইফ আলী খান। তিনি লঙ্কাপতি রাবণের চরিত্রে আসতে চলেছেন।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন