আমির-জাদু চলছেই, ১৩ দিনে কত আয় করল ‘সিতারে জমিন পর’

মুম্বাইয়ে ‘সিতারে জমিন পর’ সিনেমার প্রিমিয়ারে আমির খান। এএফপি

মুক্তির আগে ছবিটি নিয়ে নেতিবাচক প্রচারই ছিল বেশি। ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর আবার কেন রিমেক ছবি করলেন আমির খান; এমন প্রশ্নও ছিল অনেকের মনে। ‘সিতারে জমিন পর’ সিনেমার অগ্রিম বুকিংও আশাব্যঞ্জক ছিল না। কিন্তু মুক্তির পর সব বিতর্ক পেছনে ফেলে ভালো ব্যবসা করেছে আমির খান অভিনীত ও প্রযোজিত সিনেমাটি। শুরুর দিকে আয়ের গতি ধীর হলেও পরে দুরন্ত গতিতে ছুটতে থাকে ‘সিতারে জমিন পর’। মুক্তির ১৩তম দিনে সিনেমাটির আয় কত। জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।

মুক্তির ১৩তম দিনে এসে ছবিটি ভারতের বাজারে আয় করেছে প্রায় ১৩২ কোটি ৯ লাখ রুপি। বিশ্বব্যাপী ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান। এক্স থেকে

‘ওটিটিতে নয়, সিনেমা হলেই চলবে’
সিনেমার একটি বিশেষ প্রদর্শনীতে আমির খান স্পষ্ট জানিয়ে দেন, ‘সিতারে জমিন পর’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না। মুম্বাইয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক প্রদর্শনীতে তিনি বলেন, ‘আমি আমার সিনেমা ওটিটিতে বিক্রি করিনি। এটি ওটিতে আসছেও না। সম্ভবত এ কারণেই সারা দেশের থিয়েটার মালিকেরা আমাকে সম্মান জানাতে চেয়েছেন। আমি এতে খুব খুশি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ও তাঁর স্ত্রী অমৃতা ফডনবিশ।

প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে

বর্তমানে আমির খানের ছবিটির মূল প্রতিদ্বন্দ্বী কাজলের ‘মা’, যা একটি পৌরাণিক হরর ঘরানার ছবি। তবে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে অনুরাগ বসুর রোমান্টিক অ্যান্থলজি ‘মেট্রো ইন দিনো’ ও স্কারলেট জোহানসনের ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’-এর হিন্দি সংস্করণ। এত সিনেমার মধ্যে আমিরের সিনেমাটির আয় কমে যাবে বলে আশঙ্কা বক্স অফিস বিশ্লেষকদের।

‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান। এক্স থেকে

রাষ্ট্রপতির কাছেও প্রশংসিত
গত মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেও ছবিটি দেখেন দিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে। রাষ্ট্রপতির দপ্তর এক্স-এ (টুইটারে) জানায়, ছবিটি বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা বহন করে—এবং এতে অভিনয় করেছেন নিউরোডাইভারজেন্ট (বিশেষ মানসিক অবস্থাসম্পন্ন) শিল্পীরা।

গল্প ও অভিনয়
‘সিতারে জমিন পর’-এর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে বিবেচিত ছবিটি পরিচালনা করেছেন এস প্রসন্ন। এখানে আমির খান অভিনয় করেছেন এক বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি দশজন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দিয়ে তাঁদের জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করেন।

আরও পড়ুন

অভিনয়ে আমিরের সঙ্গে আছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিৎ দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মাঙ্গেশকর।