টিকিট বিক্রিতে ভাটা, আবারও কি ফ্লপের পথে আমির
‘লাল সিং চাড্ডা’র পর নতুন ছবি নিয়ে ফিরছেন আমির খান। আর এস প্রসন্ন পরিচালিত সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে ২০ জুন। মুক্তির বাকি দুই দিন থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। ভারতে মোটামুটি অগ্রিম টিকিট বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে এর অবস্থা খুবই নাজুক। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র-কানাডার মতো বলিউডের প্রচলিত বাজারে মুক্তির তিন দিন আগে এক হাজার টিকিটও বিক্রি হয়নি এ সিনেমার!
সংবাদমাধ্যমটির অনুমান, এই গতি অব্যাহত থাকলে ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে মাত্র ২০ লাখ ডলার আয় করতে পারে, যা আমির খানের আগের ছবিগুলোর তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ, তাঁর ‘ধুম ৩’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ৮০ লাখ ডলার আয় করেছিল।
ভারতের চলচ্চিত্র–বিশ্লেষকদের মতে, ট্রেলার ও গানের মাধ্যমে সিনেমাটি কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি বলে অগ্রিম টিকিট বিক্রিতে এ ভাটা। তবে তারা মনে করছেন, এখন এর সাফল্য নির্ভর করছে দর্শকের সাড়ার ওপর। প্রথম দিন হলফেরত দর্শক থেকে যদি সিনেমাটি ভালো প্রতিক্রিয়া পায়, তবে এটি ভালো ব্যবসা করতে পারে।
‘সিতারে জামিন পার’ ছবিটি শুধু ভারতেই তিন থেকে সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছে পিঙ্কভিলা। এই ছবি ‘তারে জামিন পার’-এর রিমেক, এ ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে।