এ কোন সুস্মিতা

সুস্মিতা সেন
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সরগরম ছিল নেট দুনিয়া। ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে নানা খবর উড়ে বেড়াচ্ছিল। আবার আলোচনায় সাবেক এই বিশ্বসুন্দরী। তবে এবার পেশাগত কারণে।

বেশ কিছুদিন ধরে বিনোদনপাড়ায় খবর ছিল, এই বলিউড নায়িকাকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। অবশেষে খবরটি সত্যি হলো। গতকাল স্বয়ং সুস্মিতা তাঁর আগামী সিরিজ ‘তালি’র আনুষ্ঠানিক ঘোষণা দিলেন—প্রকাশ করলেন সিরিজের প্রথম লুক। ‘তালি’তে সম্পূর্ণ অন্য এক রূপে আসতে চলেছেন তিনি। তিনি রূপান্তরকামী সমাজসেবী গৌরী সাওয়ান্ত। সুস্মিতাকে চেনাই দায়।

‘তালি’–তে সুস্মিতার লুক
ছবি : ইনস্টাগ্রাম

সুস্মিতা ইনস্টাগ্রামে প্রথম লুক প্রকাশ করে লিখেছেন, ‘তালি বাজব না, বাজাব। এই সুন্দর ব্যক্তিকে চিত্রিত করা ও তাঁর কাহিনিকে বিশ্বের আঙিনায় তুলে ধরার মতো সৌভাগ্য আর গর্ব কিছুতেই হয় না। এই জীবনে প্রত্যেকের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার আছে। আমি তোমাদের ভালোবাসি।’ তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হচ্ছে। সুস্মিতার এই সিরিজ নিয়ে অনেকেই নেট দুনিয়ার ব্যাপক উৎসাহ দেখিয়েছেন।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব একটা লুকোচুরি করতে ভালোবাসেন না সুস্মিতা সেন
ছবি : সংগৃহীত

গৌরী সাওয়ান্তর আত্মজীবনীমূলক ওয়েব সিরিজ ‘তালি’ পরিচালনা করছেন মারাঠি নির্মাতা রবি যাদব। ছয় পর্বের সিরিজটিতে গৌরীর জীবন ও সংগ্রামের কাহিনি তুলে ধরা হবে। এই কাহিনিতে মা-মেয়ের আবেগঘন সম্পর্কের ওপরও আলোকপাত করা হবে। গৌরী দেশের প্রথম রূপান্তরকামী মা হয়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। পাশাপাশি তিনি সমাজে উদাহরণও তৈরি করেছিলেন। এক যৌনকর্মীর কন্যাসন্তানকে দত্তক নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন গৌরী। মেয়ের নাম রেখেছিলেন গায়েত্রী। পরে গায়েত্রী জানিয়েছেন, তিনি আইনজীবী হতে চান। রূপান্তরকামীদের হয়ে আইনি লড়াই লড়তে চান গায়েত্রী।

সুস্মিতা সেন
ইনস্টাগ্রাম

‘তালি’ সিরিজের জন্য প্রতিদিন প্রায় ২৫ থেকে ৫০ জন রূপান্তরকামী শিল্পীর প্রয়োজন হবে। ভিড়ের দৃশ্যের শুটিংয়ের জন্য প্রায় তিন শ রূপান্তরকামী শিল্পীকে নিয়োগ করা হয়েছে। আগামী মাসে তাঁদের নিয়ে শুটিং শুরু হবে। ‘তালি’ সিরিজের শুটিং দুই সপ্তাহের মতো দহিসর স্টুডিওতে হবে। এরপর হবে ইরলার লতা কুঞ্জ বাংলোতে।
২০০০ সালে গৌরী ‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামের এক সমাজসেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এ প্রতিষ্ঠানের তিনি কর্ণধার। এই সংগঠন রূপান্তরকামীদের নানাভাবে পথ দেখায়, পরামর্শ দেয়, নিরাপদ যৌনজীবন সম্পর্কে সচেতন করে। এইডস সংক্রমণ রুখতেও নানা পদক্ষেপ নিয়ে থাকে। গৌরী মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের অন্যতম মূল হোতা।

‘আরিয়া’ ওয়েব সিরিজে সুস্মিতা সেন
ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘ বিরতির পর ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় প্রত্যাবর্তন করেন সুস্মিতা। সেটা যে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল, তা বলার অপেক্ষা রাখে না। এই সিরিজে সুস্মিতা ‘আরিয়া’র মতো এক দাপুটে চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। শিগগিরই ‘আরিয়া’র তৃতীয় মৌসুমে আবার তাঁকে নামভূমিকায় দেখা যাবে।

আরও পড়ুন