রাশমিকাকে ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ কেন বললেন প্রভাস

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই ভারতজুড়ে রাশমিকার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে
ছবি: ইনস্টাগ্রাম

তেলেগু ছবিতে তাঁর সাফল্য আগে থেকেই ছিল। কিন্তু গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর থেকেই ভারতজুড়ে রাশমিকা মান্দানার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। প্রস্তাব আসতে থাকে একের পর এক নতুন ছবিতে অভিনয়ের। তামিল, তেলেগু, কন্নড় তো ছিলই—অভিনেত্রী শুরু করেছেন হিন্দি সিনেমার কাজও। সব মিলিয়ে রাশমিকা এখন ভারতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী বললেও ভুল বলা হয় না।

‘সীতা রামন’ –এর প্রচারে রাশমিকা মান্দানা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুর
ছবি: আইএমডিবি

রাশমিকার নতুন ছবি ‘সীতা রামন’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এ ছবির প্রচারে হাজির হন দক্ষিণ ভারতের আরেক জনপ্রিয় তারকা প্রভাস। সেখানে তিনি রাশমিকাকে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড হিরোইন’ বলে অভিহিত করেন। দর্শকদের ‘সীতা রামন’ দেখার আহ্বান জানিয়ে প্রভাস বলেন, কিছু সিনেমা প্রেক্ষাগৃহে দেখলেই বেশি উপভোগ করা যায়। ‘সীতা রামন’-এর ট্রেলার দেখার পর তেমন ছবি বলেই মনে হয়েছে। কাশ্মীর ও রাশিয়ায় শুটিং করেছেন এই ছবির নির্মাতা হানু রাঘাবাপুতি। এটা অনেক বড় বাজেটের ছবি। ছবিতে রাশমিকা আছেন, যিনি এখন মোস্ট ওয়ান্টেড হিরোইন। এ ছাড়া ছবিতে বড় মাপের তারকাও আছেন।

‘মিশন মজনু’ দিয়ে বলিউডে অভিষেক হবে রাশমিকার
ফিল্মফেয়ারের সৌজন্যে

রাশমিকা সম্পর্কে প্রভাসের মন্তব্য যে ভুল নয়, সেটা বোঝা যাবে অভিনেত্রীর এখনকার রুটিন জানলেই। ‘সীতা রামন’-এর প্রচারণা, কয়েকটি দক্ষিণি ছবি শুরুর প্রস্তুতি আর বলিউডের দুই ছবি ‘গুডবাই’ ও ‘অ্যানিমেল’-এর শুটিং মিলিয়ে রীতিমতো হাঁসফাঁস অবস্থা এই তারকার। অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলে, রাশমিকা এখন মুম্বাইতে ‘অ্যানিমেল’-এর শুটিংয়ে ব্যস্ত। গত সপ্তাহে এই ছবির কিছু দৃশ্যের শুটিং হয় দিল্লিতে। এর মধ্যে শুরু হবে ‘গুডবাই’-এর কাজও। এর বাইরে তাঁকে নিয়মিত হায়দরাবাদ ছুটতে হয় তেলেগু ছবির কাজে। সব মিলিয়ে তাঁর দম ফেলার ফুরসত নেই।

বিজয়ের সঙ্গে রাশমিকার বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাইসু’ মুক্তি পাবে আগামী বছর
ছবি: ইনস্টাগ্রাম

‘গুডবাই’ ও ‘অ্যানিমেল’ রাশমিকার বহুল প্রতীক্ষিত দুটি হিন্দি ছবি। এই দুই সিনেমাতে তাঁর সঙ্গে আছেন অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর। তবে দুই ছবি মুক্তি পাওয়ার আগেই রাশমিকার বলিউড অভিষেক হয়ে যাবে ‘মিশন মজনু’ দিয়ে। ছবিতে তিনি অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এ ছাড়া মুক্তির তালিকায় আছে তামিল অভিনেতা বিজয়ের সঙ্গে রাশমিকার বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাইসু’।

আরও পড়ুন