হলে ফ্লপ, নেটফ্লিক্সে বাজিমাত করল আমিরের ‘লাল সিং চাড্ডা’

হলে মুক্তির পর মাত্র ১৮০ কোটি রুপি আয় করা ছবিটি দুই মাসের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পায়

চলতি বছরে সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। কিন্তু এই বলিউড অভিনেতার ছবিটি মুক্তির পরেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একে তো ছবিটি ঘিরে বিভিন্ন সংগঠনের বর্জনের ডাক, সঙ্গে যোগ হয় নেতিবাচক রিভিউ। ফল, একেবারেই প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি আমির খানের স্বপ্নের ছবিটি। দর্শকের আশাভঙ্গের পর রীতিমতো ভিডিও পোস্ট করে ক্ষমা চান অভিনেতা। আমির আগে বলেছিলেন, হলে মুক্তির ছয় মাসের আগে ওটিটিতে মুক্তি দেবেন না। কিন্তু হলে মুক্তির পর মাত্র ১৮০ কোটি রুপি আয় করা ছবিটি দুই মাসের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পায়।

ছবি ফ্লপ হওয়ায় ছবিটির মূল্যও কমে যায়। মাত্র ৮০ কোটি রুপিতে ছবিটি কিনে নেয় নেটফ্লিক্সে। আর ৫ অক্টোবর পূর্বঘোষণা ছাড়াই নীরবে নেটফ্লিক্সে ছবির প্রিমিয়ার হয়। সিনেমা হলে ফ্লপ হলেও ওটিটিতে বাজিমাত করেছে ‘লাল সিং চাড্ডা’।

এর মধ্যেই নেটফ্লিক্স ইন্ডিয়ার টপ চার্টের শীর্ষে আছে ছবিটি

মুক্তির পরেই সারা বিশ্বের দর্শক ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন। এই প্ল্যাটফর্মে প্রথম সপ্তাহেই ৬৬ লাখ ঘণ্টার বেশি ভিউয়ারশিপ পেয়েছে ছবিটি। এর মধ্যেই নেটফ্লিক্স ইন্ডিয়ার টপ চার্টের শীর্ষে আছে ছবিটি। এ ছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অ-ইংরেজিভাষী টপ চার্টের দ্বিতীয় স্থানে রয়েছে ‘লাল সিং চাড্ডা’।

নেটফ্লিক্সে এই সপ্তাহে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে চারটি ভারতীয় ছবি। অন্য ছবিগুলো হলো ‘প্ল্যান এ প্ল্যান বি’। এটি চতুর্থ স্থানে রয়েছে।

‘লাল সিং চাড্ডা’য় কারিনা ও আমির খান
ছবি: সংগৃহীত

অন্য দুটি হলো তেলেগু ছবি ‘রাঙ্গা রাঙ্গা ভাইভাভাঙ্গা’ও ‘সাকিনি ডাকিনি’। ছবি দুটি রয়েছে যথাক্রমে নবম ও দশম স্থানে। এ ছাড়া বাংলাদেশ, মরিশাস, সিঙ্গাপুর, ওমান, শ্রীলঙ্কা, বাহরাইন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ১৩টি দেশে সব ভাষা মিলিয়ে নেটফ্লিক্সের টপ চার্টের সেরা ১০-এ স্থান করে নিয়েছে ‘লাল সিং চাড্ডা’।  

‘লাল সিং চাড্ডা’য় আমির খান ও কারিনা খান

হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খান ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং প্রমুখ।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন