পঙ্কজ ত্রিপাঠির কাছ থেকে অনেক কিছু শিখেছেন জয়া

জয়া ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমাটির নাম ‘কড়ক সিং’
ছবি: ফেসবুক


বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করে গত জানুয়ারি মাসে প্রথমবার হিন্দি ভাষার সিনেমায় নাম লেখান জয়া আহসান। এ ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে ছিলেন পঙ্কজ ত্রিপাঠি। সিনেমার শুটিং হয়েছিল মুম্বাইতে। সেখানে অল্প শুটিংয়ের মধ্যেই জমে যায় দুই তারকার আড্ডা। আজ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির জন্মদিন। বিশেষ এই দিনে পঙ্কজ ত্রিপাঠিকে শুটিংয়ে দেখার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন জয়া।

জয়া বলেন, ‘উনি (পঙ্কজ ত্রিপাঠি) নিখুঁতভাবে বলছিলেন আমার কাজ নিয়ে। আমি জিজ্ঞেস করিনি কোন কাজ দেখেছেন। একজন সহ–অভিনেতাকে জানার চেষ্টা দেখে ভালো লেগেছে। শুটিংয়ের ফাঁকে আমাদের দেশ–বিদেশের কাজ নিয়ে কথা হতো। সব মিলিয়ে তাঁর সঙ্গে শুটিং কিংবা আড্ডায় অনেক কিছু শিখেছি। এত গুণী অভিনেতা, সবার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল।’

বলিউডের ছবির অভিনয়শিল্পী (বাম থেকে) সানজানা সঙ্গী, পঙ্কজ ত্রিপাঠী, জয়া আহসান ও পার্বতী থিরুভোথু
ছবি : সংগৃহীত

শুটিংয়ের সময়ে এ দুই তারকার তেমন আড্ডার সুযোগ হতো না। তখন চিত্রনাট্যের দৃশ্যগুলো নিয়ে কথা হতো। তবে শুটিং বিরতিতে জমে যেত আড্ডা। জয়া বলেন, ‘বিরতির এই ফাঁকে খাবার পরিবেশনা নিয়ে ব্যস্ত থাকতেন পঙ্কজ ত্রিপাঠি। তত দিনে পঙ্কজ ত্রিপাঠির কল্যাণে বিহারের নানা খাবারের সঙ্গে পরিচিত হচ্ছি। বিহারের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম লিট্টি–চোখা। বলা যায়, এটা তাদের জাতীয় খাবার। ত্রিপাঠির তৈরি করা খাবারের মধ্যমণি হয়ে থাকত এ লিট্টি-চোখা।’ এ খাবার খেতে গিয়ে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে।

পঙ্কজ ত্রিপাঠী
ছবি: ইনস্টাগ্রাম

কখনো বিহারি লিট্টি, কখনো বিহারি মাটন নিয়ে শুটিং সেটে হাজির হতেন ত্রিপাঠি। সবাই জানতেন, মির্জাপুরখ্যাত এ অভিনেতা হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছেন। রান্নার ব্যাপারে খুব শৌখিন। নিয়মিত রান্না করেন। জয়ার কাছ থেকে জানা গেল, ফ্রিজের খাবার খান না পঙ্কজ। জয়া বলেন, ‘খাবারের সঙ্গে অভিনয়ের একটা যোগসূত্র খুঁজে পেতেন পঙ্কজ ত্রিপাঠি। তিনি খাবারের সময় বলতেন, রান্না আর অভিনয় প্যারালাল। উপাদান কম–বেশি হলে গড়বড় হয়ে যায়। অভিনয়ে যদি কম–বেশি হয়, তাহলে দর্শকদের পছন্দ হবে না। সব মিলিয়ে পঙ্কজদার সঙ্গে দারুণ সময় কেটেছে। জন্মদিনে তাঁকে অনেক শুভেচ্ছা।’

জয়া আহসান
ফেসবুক

উল্লেখ্য, পঙ্কজ ত্রিপাঠির জন্ম বিহারের প্রত্যন্ত এক কৃষক পরিবারে। সেখানে বেড়ে ওঠা এই অভিনেতা জানেন না তাঁর সঠিক জন্মদিন। যে কারণে ৫ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর জন্মদিন উদ্‌যাপন করা হয়। স্কুলে ভর্তি হওয়ার সময় শিক্ষক ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিনটিকে জন্মদিন বানিয়ে দেন। গত বছর তিনি এক সাক্ষাৎকারে জানান, ৫ সেপ্টেম্বর দিনটিই তাঁর জন্মদিন। আজ তাঁর জন্মদিনে ভারতের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

জয়া ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিনেমাটির নাম ‘কড়ক সিং’। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। সিনেমায় আরও অভিনয় করেছেন পার্বতী থিরুভোথু, দিলীপ শঙ্কর, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেবসহ অনেকে।