উচ্চতা যখন সমস্যা

কারিশমা তান্না

বেশ কয়েক মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী কারিশমা তান্না। এবার হতে চলেছে ডিজিটাল দুনিয়ার অভিষেক। তনুজা চন্দ্রার ক্রাইম থ্রিলার সিরিজ ‘হাস হাস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। একদিকে ডিজিটালে অভিষেক, অন্যদিকে নতুন সংসার। সব মিলিয়ে চমৎকার কাটছে দিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন কারিশমা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বেশ ধুমধাম করে ব্যবসায়ী বরুণ ভানগেরা আর কারিশমার বিয়ে হয়েছে। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে তাঁর বিয়ের প্রসঙ্গ। কারিশমা বলেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। বোঝেনই তো, আমার উচ্চতার ছেলে পাওয়া কত মুশকিল। বিয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। অবশেষে নিজের থেকে লম্বা ছেলে খুঁজে পেয়েছি। এক পার্টিতে বরুণের সঙ্গে দেখা হয়। সেদিন আমি হিল তোলা জুতা পরেছিলাম। তারপরও সে আমাকে ছাড়িয়ে গিয়েছিল।’ তাহলে কি প্রথম দর্শনেই প্রেম?

লাজুক হাসি হেসে জানান, ‘একদমই নয়। প্রথম দর্শনে প্রেমে আমি বিশ্বাসী নই। বলতে পারেন, প্রথম সাক্ষাতে একে অপরকে পছন্দ করেছিলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্ক এগিয়েছিল। বরুণকে দেখে মনে হয়েছিল, এত দিন তারই অপেক্ষায় ছিলাম।’

কারিশমা তান্না

কারিশমা যে টেলিভিশন দুনিয়ার এত জনপ্রিয়, সেভাবে জানতেন না বরুণ। এ প্রসঙ্গ টেনে কারিশমা বলেন, ‘আসলে বিনোদন দুনিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগই ছিল না। আমার কাজের বিষয়ে বেশি কিছু সে জানত না। বরুণ দক্ষিণ ভারতের মানুষ। পুরোপুরি ব্যবসায়ী। সবাই যখন আমার কাজের প্রশংসা করে, রেস্তোরাঁ বা বাইরে কোথাও গেলে ভক্তরা ছবি তোলে, দেখে সে অবাক হতো। কাজ সম্পর্কে জানার পর আমাকে নিয়ে বরুণ রীতিমতো গর্ব বোধ করে।’

সংসার তো কয়েক মাস হলো। কেমন চলছে যৌথ জীবন? কারিশমা বলেন, ‘বিয়ের পর জীবন বদলায়নি। শুধু ঠিকানাটাই বদলেছে। বরুণ আমার কাজকে সম্মান করে। আমাকেই খুবই সহযোগিতা করে।’

কারিশমা তান্না

‘হাস হাস’ সিরিজে কারিশমা দুঁদে পুলিশ কর্মকর্তা। চরিত্রটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রথম পুলিশের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটা খুবই ঝাঁজালো। নিজেকে পুলিশের চরিত্রে প্রস্তুত করার জন্য বিভিন্ন অনুষ্ঠান বা পথেঘাটে নারী পুলিশদের লক্ষ করতাম। তাদের কথা বলার ভঙ্গি, হাঁটাচলা—এসব মন দিয়ে দেখতাম। পুলিশের চরিত্রে দিল্লি ক্রাইম-এ শেফালী শাহ, আর দৃশ্যম-এ টাবু অসাধারণ। আমি তাঁদের সিরিজ ও ছবি মন দিয়ে দেখতাম। ওটিটি ক্যারিয়ারের শুরুতে এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে দারুণ খুশি।’

কারিশমা তান্না

তবে ওটিটিতে কাজ শুরু করলেও টিভির কাজ ছাড়ছেন না কারিশমা, ‘টেলিভিশনের জন্যই আমার এত জনপ্রিয়তা। তাই টেলিভিশনে ভালো প্রস্তাব পেলে নিশ্চয় করব। আমি যেকোনো মাধ্যমে কাজ করতে প্রস্তুত। মাধ্যম আমার কাছে কোনো বিষয় নয়। তবে ভালো কনটেন্ট হওয়া চাই। সব সময় ভালো কনটেন্টের সন্ধানে থাকি।’