২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মাথা নিচু করে কাজ করে যেতে চান অনন্যা

অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

একের পর এক ফ্লপ আর দুর্বল অভিনয়ের কারণে বারবার সমালোচিত হয়েছেন অভিনেত্রী। তবে গত বছর থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি, পরপর প্রশংসিত দুই সিনেমায় দেখা গেছে তাঁকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনন্যা অবশেষে পথ খুঁজে পেয়েছেন। ‘গেহরেইয়া’,  ‘খো গায়ে হাম কাহা’র পর সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বিক্রমাদিত্য মোতওয়ানের ছবি ‘কন্ট্রোল’ দিয়ে আলোচিত হয়েছেন তিনি।

এর আগে মুক্তি পেয়েছে তাঁর প্রথম সিরিজ ‘কল মি বে’। করণ জোহর প্রযোজিত সিরিজটি মুক্তির আগে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত মাথা নিচু করে কাজ করে যেতে চান তিনি।

আরও পড়ুন

অনন্যা পান্ডে এবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছেন। অ্যামাজন প্রাইমের ‘কল মি বে’ সিরিজে দেখা যাবে তাঁকে।

অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

করণ জোহর এই সিরিজের প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। ‘কল মি বে’র ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনন্যা তাঁর অভিনীত চরিত্রের নানান বিষয় খোলাসা করেছেন।

‘কল মি বে’ সিরিজে অনন্যা দিল্লির এক অভিজাত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যাকে ভাগ্যচক্রে মেয়েটি মুম্বাইয়ে এসে এক সাধারণ মধ্যবিত্তের মতো জীবন অতিবাহিত করতে হয়।

অনন্যা পান্ডে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সিরিজটি নিয়ে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে “বে”র মতো বহু স্তরের চরিত্রে অভিনয় করা সত্যি রোমাঞ্চকর।’

সাক্ষাৎকারে অনন্যা কথা বলেন তাঁর সংগ্রাম নিয়ে। অভিনেত্রী বলেন, ‘আমি ক্যারিয়ারে সুযোগ পেতে কোনো সংগ্রাম করিনি। শুধু ভালো কাজ করে যাচ্ছি। আমি চাই, মাথা নিচু করে নিজের কাজ করে যেতে। দর্শক যাতে আমার কাজ পছন্দ করেন।’