সেদিন শাহরুখ খানকে যেমন দেখেছেন পরমব্রত

শাহরুখ খান ও পরমব্রতছবি: কোলাজ

বছর তিন–চারেক ধরে মুম্বাইয়ে থিতু হয়েছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘কাহানি’ সিনেমা দিয়ে বলিউডে নাম লেখানোর পর ‘পরি’, ‘বুলবুল’সহ বেশ কয়েকটি আলোচিত হিন্দি সিনেমায় অভিনয় করেছেন পরমব্রত।
মুম্বাইয়ে থিতু হওয়ার আগে এক বাঙালি অভিনেতা হিসেবে বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের সাক্ষাৎকার নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম

২০১৪ সালে এক সিনেমার প্রচারে কলকাতায় হাজির হয়েছিলেন শাহরুখ; সে সময় কলকাতার এক পত্রিকার আমন্ত্রণে শাহরুখের মুখোমুখি হয়েছিলেন এই টলিউডের অভিনেতা পরম।
গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে বিনোদন বিভাগের সঙ্গে এক আড্ডায় শাহরুখের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা জানালেন পরম।

পরমের ভাষ্যে, ‘গত তিন-চার বছরে অনেক বেশি কাজ করি। বোম্বের সঙ্গে সম্পর্ক, সবাই চেনে আমাকে। কিন্তু যখন আমি ইন্টারভিউটা নিয়েছিলাম, তখন আমি নেহাতই একজন বাঙালি অভিনেতা ছিলাম। তখন এতটা পরিচালনাও করতাম না। উনি বসে যখন আপনার সঙ্গে কথা বলছেন, তখন আপনার মনে হবে, আপনি ওনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মন দিয়ে প্রতিটা কথা শুনছেন, শুনে উত্তর দিচ্ছেন। আমাকে এতটা গুরুত্ব না দিলেও ওনার চলত। এতে বোঝা যায়, কেন একজন মানুষ শুধু অভিনেতা হিসেবেই তারকা নন।’

প্রথম আলো কার্যালয়ে পরমব্রত চট্টোপাধ্যায়
ছবি: খালেদ সরকার

শাহরুখের ক্যারিয়ারে বির্তক নেই বললেই চলে; সজ্জন হিসেবেও বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এই তারকা। শাহরুখ খানকে নিয়ে পরম বলেন, ‘সফল ব্যবসায়ী, মুম্বাইয়ে আজ পর্যন্ত শাহরুখ খানকে নিয়ে কোনো টেকনিশিয়ান, সহশিল্পী, প্রযোজককে খারাপ কথা বলতে শুনিনি। সবাই বলেন, উনি একটু আলাদা। তিনি কিংবদন্তি। আমার মনে হয় না আমরা আরেকটা শাহরুখ খান তৈরি করতে পারব। ওনার থেকে ভালো অভিনেতা আসবে না? অবশ্যই আসবে। এত বড় তারকা পাওয়া মুশকিল আছে। ভারতের এত বড় অ্যাম্বাসেডর বিশ্বের কাছে আর আছে বলে মনে হয় না।’

গত শনিবার ঢাকায় নেমেছেন পরমব্রত। আজ সোমবার ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। ফেরার আগে দু-একটি কাজ নিয়ে প্রযোজকের সঙ্গে আলাপ সেরেছেন, তবে এখনই কিছু খোলাসা করেননি পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন