রাতেও সালমান, দিনেও সালমান
২৪ ঘণ্টার কম সময়ে ভক্তদের জোড়া চমক দিলেন সালমান খান। গত রোববার রাতে তাঁর সঞ্চালনায় শুরু হয়েছে আলোচিত-সমালোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৭তম সিজন। অন্যদিকে গতকাল সোমবার মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’-এর ট্রেলার।
আবার ‘বিগ বস’, আবারও বিতর্ক?
‘বিগ বস’ নামটির সঙ্গে বরাবরই হাত ধরাধরি করে চলে বিতর্ক। এবারও ব্যতিক্রম নয়। নতুন সিজনের প্রতিযোগীদের মধ্যে ‘দিল’, ‘দেমাগ’ আর ‘দম’—এই তিন গুণ থাকা জরুরি। তাই ‘বিগ বস ১৭’-এর ট্যাগ লাইনও এটাই রাখা হয়েছে। বিগ বস হাউসকে এবার নতুন রূপে সাজিয়ে তুলেছেন সেট ডিজাইনার, তথা পরিচালক উমঙ্গ কুমার। ইউরোপের স্থাপত্যের আদলে এবার সাজিয়ে তোলা হয়েছে বিগ বস হাউসের অন্দর। উমাঙ্গ কুমার এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছেন, ‘এবারের সব পরিকল্পনা আমার স্ত্রীর মস্তিষ্কপ্রসূত। সে চেয়েছিল ইউরোপের স্থাপত্যকে বিগ বস হাউসে তুলে ধরতে। এবারের হাউস লার্জার দেন লাইফ। সম্পূর্ণ অন্য রূপে আমরা সাজিয়ে তুলেছি এবারের হাউসকে।’
‘বিগ বস ১৭’-এর এবারের আসরে টেলিভিশন তারকাদের পাশাপাশি ইউটিউবারদের সুযোগ দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিককেও দেখা গেছে এই রিয়েলিটি শোর আসরে।
নতুন সিজনে ১৭ জন প্রতিযোগীর মধ্যে আছেন টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। তবে তিনি একা প্রতিযোগী হিসেবে আসেননি। অঙ্কিতার সঙ্গে এই হাউসে এসেছেন তাঁর শিল্পপতি স্বামী ভিকি জৈন। এ ছাড়া আছেন টেলিভিশন তারকা জুটি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট, তাঁরা যে অঙ্কিতা-ভিকিকে জোর টক্কর দেবেন, বলার অপেক্ষা রাখে না। স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনওর ফারুকিও অংশগ্রহণ করেছেন। মুম্বাইয়ের বিতর্কিত অপরাধবিষয়ক সাংবাদিক জিগনা ভোরাকে এই বাসার এক বাসিন্দা হিসেবে দেখা গেছে। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক আছে, এই অভিযোগে জিগনাকে জেলের ঘানি পর্যন্ত টানতে হয়েছে। সোনিয়া বানসাল, মনারা চোপড়া, সানি আর্য, রিঙ্কু ধাওয়ানসহ আরও অনেকে আছেন এবারের প্রতিযোগীদের তালিকায়। এর মধ্যে কিছু প্রতিযোগী নানা সময়ে নানা কারণে বিতর্কে উঠে এসেছিলেন।
সোম থেকে শুক্রবার রাত ১০টায় এবং শনি ও রোববার রাত ৯টায় কালার্স টিভিতে দেখা যাবে ‘বিগ বস ১৭’।
এবার অন্য লড়াই
গতকাল মুক্তি পাওয়া ‘টাইগার ৩’-এর ট্রেলারে আবার শোনা গেল, ‘টাইগার’রূপী সালমানের গর্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি। এক বিবৃতিতে সালমান এ ছবিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সিনেমাপ্রেমীদের পাশাপাশি সালমান খানও তাঁর প্রকল্পটিকে ঘিরে রীতিমতো রোমাঞ্চিত।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘টাইগার ৩ ছবির অ্যাকশন বাস্তবধর্মী। সত্যি বলতে আমি মনে করি, এর অ্যাকশন “আউট অব দ্য ওয়ার্ল্ড”। টাইগার ফ্র্যাঞ্চাইজির আমার সবচেয়ে পছন্দ, কারণ এখানে নায়ককে “লার্জার দ্যান লাইফ” হিসেবে তুলে ধরা হয়। আর এই নায়ক খালি হাতে গোটা সেনাদলকে মোকাবিলা করতে পারে। তার আশপাশের শত্রু যতক্ষণ না পর্যন্ত শেষ হয়, ততক্ষণ পর্যন্ত সে লড়ে যেতে পছন্দ করে।’
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল অনেকটা টাইগার ও জোয়ার ব্যক্তিগত লড়াই, দ্বিতীয় কিস্তিতে আবার দেশের হয়ে অভিযানে নামে টাইগার। তৃতীয়টির ট্রেলার দেখে মনে হয়েছে, এই সিনেমাতেও ‘ব্যক্তিগত লড়াই’-এর দিকটি ফিরিয়ে আনা হয়েছে। স্ত্রী, সন্তানকে অপহরণ করে টাইগারকে কোনো এক পুরোনো শত্রু কবজা করতে চাইছে—এমন ইঙ্গিত পাওয়া গেছে।
নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে সালমান আরও বলেছেন, ‘টাইগার কিছুতেই পিছু হটে না। বাঘ যেমন নিজের শিকার ধরার সময় করে। টাইগার শেষনিশ্বাস পর্যন্ত হার মানবে না।’
মনীশ শর্মা পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে ‘জোয়া’ রূপে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। আগামী ১২ নভেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে।