চরিত্রের মতো নিজেকে গড়েপিটে নিতে পারি: সাই

সাই মাঞ্জরেকর
ইনস্টাগ্রাম থেকে

সাই মাঞ্জরেকর জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে। সালমান খানের সঙ্গে ‘দাবাং থ্রি’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। এমন সফল একটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে ক্যারিয়ার শুরু করেও খুব একটা লাভ হয়নি। আর কোনো হিন্দি ছবিতে পরে আর তাঁকে দেখা যায়নি। তবে দক্ষিণি ছবিতে ব্যস্ত ছিলেন। দক্ষিণি ছবি ‘মেজর’-এ অভিনয় করে টুকটাক প্রশংসাও পেয়েছেন এই তারকাকন্যা। দীর্ঘদিন পর আবার বলিউডি ছবির দুনিয়ায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী। এবার তাঁর জুটি জনপ্রিয় গায়ক গুরু রন্ধওয়া। ছবির নাম ‘কুছ খাট্টা হো যায়ে’।

দীর্ঘদিন হিন্দি ছবির দুনিয়া থেকে গায়েব থাকার কারণ দৈনিক জাগরণ ডিজিটালের কাছে প্রকাশ করেছেন এই নায়িকা।

আরও পড়ুন

বলেন, ‘আমি নানা স্বাদের ছবি করতে চাই। একটা ইমেজে নিজেকে বেঁধে রেখে কাজ করতে পছন্দ করি না। আমার কাছে যখন ‘মেজর’ ছবির প্রস্তাব এসেছিল, সে সময় অনেক হিন্দি ছবিরও প্রস্তাব এসেছিল। কিন্তু সেসব ছবির মধ্যে নতুনত্ব কিছু ছিল না। তাই অভিনয়শিল্পী হিসেবে আমার মেজর ছবিটি করার কথাই মনে হয়েছিল।’

বলিউড ও দক্ষিণি ছবিতে কাজ করার মধ্যে কতটা ফারাক? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারি। আর যিনি যে রকম, তাঁর সঙ্গে সে রকম করেই মেশার চেষ্টা করি।

সাই মাঞ্জরেকর
ইনস্টাগ্রাম থেকে

মেজর ছবির নায়ক আদিভি সেশকে কোনো দিন ভুলতে পারব না। সেটে আমাকে সব সময় গাইড করতেন তিনি। সেটে আদিভি গুরুগম্ভীর। তবে কাজের বাইরে আবার হাসিঠাট্টা করতেন। আমিও তা-ই করতাম। গুরু রন্ধওয়ার সঙ্গে কাজ করার সময় আবার তাঁর মতো হয়ে গিয়েছিলাম। শুধু পরিস্থিতি বা মানুষের সঙ্গেই নয়, আমি সহজে আমার চরিত্রের মতো নিজেকে গড়েপিটে নিতে পারি।’

আগামী ছবি ‘কুছ খাট্টা হো যায়ে’র প্রসঙ্গে সাই বলেন, এই ছবির কাহিনি খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এটা সম্পূর্ণ পারিবারিক ছবি। এ ছবিতে ড্রামা, রোমান্স, কমেডি সবকিছুই আছে।

সাই মাঞ্জরেকর
ইনস্টাগ্রাম থেকে

সাই মাঞ্জরেকরকে সামনে ‘অরোঁ মে কাহাঁ দম থা’ নামে আরও একটি হিন্দি ছবিতে দেখা যাবে।