এসেছে ‘টাইগার থ্রি’র ট্রেলার, বিবৃতিতে যা বললেন সালমান
আজ সোমবার মুক্তি পেল সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’র ট্রেলার। ট্রেলারে দেখা গেল আবার ‘টাইগার’রূপী সালমানের গর্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে ট্রেলারটি। সম্প্রতি এক বিবৃতিতে সালমান এ ছবিকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সুপার হিট ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিক্যুয়েল। দিওয়ালি ছাড়া আরও নানা উৎসবের আবহে ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে। যশরাজ ফিল্মস ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটিকে সুপারহিট করতে উৎসবের দিনগুলো বেছে নিয়েছে। সিনেমাপ্রেমীদের পাশাপাশি সালমান খান-ও তাঁর প্রকল্পটিকে ঘিরে রীতিমতো রোমাঞ্চিত।
সালমান এক বিবৃতিতে ‘টাইগার থ্রি’র প্রসঙ্গে জানিয়েছেন, ‘“টাইগার থ্রি” ছবির অ্যাকশন বাস্তবিক, আবার দৃষ্টি আকর্ষক। সত্যি বলতে আমি মনে করি, এর অ্যাকশন “আউট অব দ্য ওয়ার্ল্ড”। টাইগার ফ্র্যাঞ্চাইজির আমার সবচেয়ে পছন্দ যে এখানে নায়ককে “লার্জার দ্যান লাইফ” হিন্দি ছবির নায়ক হিসেবে তুলে ধরা হয়। আর এই নায়ক খালি হাতে গোটা সেনাদলকে মোকাবিলা করতে পারে। তার আশপাশের শত্রু যতক্ষণ না পর্যন্ত শেষ হয়, ততক্ষণ পর্যন্ত সে লড়ে যেতে পছন্দ করে।’
নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে সালমান আরও বলেছেন, ‘টাইগারের সাহসিকতা এই, সে যেকোনো চ্যালেঞ্জের বিরুদ্ধে অত্যন্ত নির্ভীকভাবে রুখে দাঁড়ায়। সে কিছুতেই পিছু হাটে না। বাস্তবিক ক্ষেত্রে বাঘ যেমন নিজের শিকার ধরার সময় করে। আমার চরিত্র টাইগার কোনো লড়াই থেকে পিছু হটতে জানে না। সে শেষনিশ্বাস পর্যন্ত হার মানবে না। আর নিজের দেশের হয়ে রুখে দাঁড়ানোর জন্য সে-ই হয়তো শেষ ব্যক্তি।’
এই বলিউড সুপারস্টার বলেছেন, ‘ওয়াইআরএফ “টাইগার”কে যে বিশালাকার ভাবে বড় পর্দায় নিয়ে এসেছে, তা আমার দারুণ লেগেছে। ছবিটা দর্শককে মনোরঞ্জন করেছে। তাঁরা টাইগারকে অ্যাকশন অবতারে দেখতে পছন্দ করেন। আর দর্শক জানেন যে এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তারা সবচেয়ে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের সাক্ষী হবেন। আমি আশা করি যে দর্শক “টাইগার থ্রি” ছবির ট্রেলার পছন্দ করছেন। কারণ, এই ছবিতে জবরদস্ত অ্যাকশনের পাশাপাশি কিছু মাথা ঘোরানো মুহূর্ত তাঁরা দেখতে পেয়েছেন।’
মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ ছবিতে সালমানের বিপরীতে ‘জোয়া’ রূপে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এই ফ্র্যাঞ্চাইজিতে সালমান আর ক্যাটের জুটি সবাই দারুণ পছন্দ করেন। ‘টাইগার থ্রি’-তে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাসমিকে। আগামী ১২ নভেম্বর ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সারা বিশ্বে মুক্তি পেতে চলেছে।