সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ডেঙ্গুর লার্ভা
ডেঙ্গুতে বেশ কাবু ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সদ্য ডেঙ্গু থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। তবে খান পরিবারের জন্য ডেঙ্গুর আতঙ্ক এখনো পুরোপুরি দূর হয়নি। কারণ, সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে ডেঙ্গুর লার্ভার সন্ধান পেয়েছেন বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) কর্মীরা।
কিছুদিন আগে খবর ছিল যে সালমান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জ্বরে রীতিমতো দুর্বল হয়ে পড়েছিলেন এ তারকা। আর তাই সালমান তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির শুটিং বন্ধ রেখেছিলেন। ‘বিগ বস ১৬’-এর উইকেন্ডের পর্বগুলোতে তাঁর দেখা মেলেনি। সালমানের পরিবর্তে পর্বগুলো সঞ্চালনা করেছিলেন বলিউডের নামকরা চিত্রনির্মাতা করণ জোহর।
সালমানের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল বিএমসির স্বাস্থ্য দপ্তর। আর তাই স্বাস্থ্য দপ্তরের বিশেষ এক দল সালমানের বান্দ্রার বাসা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তদন্ত করতে গিয়েছিল। বিএমসি–কর্মীরা গ্যালাক্সির দুটি ভিন্ন স্থানে ডেঙ্গুর লার্ভার সন্ধান পেয়েছেন। গ্যালাক্সি আবাসনের বাগানের দুটি ভিন্ন স্থানে ডেঙ্গু মশা বাসা বেঁধেছিল।
সালমানকে বিটাউনের কোনো দিওয়ালি পার্টিতে দেখা যায়নি। তবে এই বলিউড তারকা এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পর প্রথমবার ভাইজানকে তাঁর ভগ্নিপতি আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল। গতকাল এই পার্টির আয়োজন করা হয়েছিল। শিগগিরই শুটিংয়ে ফিরতে চলেছেন তিনি।