‘নারীবাদী নির্মাতাদের ৯০ শতাংশই প্রতারক’, বিস্ফোরক মন্তব্য অনুরাগের

অনুরাগ কাশ্যপ। এএফপি

অনুরাগ কাশ্যপ আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। সামাজিক যোগাযোগমাধ্যম হোক বা গণমাধ্যম, নিজের মতো জানাতে পিছপা হন না হিন্দি সিনেমার নন্দিত এই নির্মাতা, যা নিয়ে প্রায়ই তৈরি হয় বিতর্ক। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কট্টর সমালোচনা করে অনেকের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এবার কলকাতায় এক অনুষ্ঠানে নারীবাদী নির্মাতাদের কার্যত ধুয়ে দিলেন কাশ্যপ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

আন্তর্জাতিক নারী দিবসের আগে আয়োজিত ওই অনুষ্ঠানে অনুরাগকে জিজ্ঞাসা করা হয়েছিল সাম্প্রতিক বছরগুলোয় নারীবাদী সিনেমার উত্থান সম্পর্কে। উত্তর দিতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন ‘দেব-ডি’ নির্মাতা।

আরও পড়ুন

অনুরাগ বলেন, ‘যে নির্মাতাদের নারীবাদী, সমাজবাদী ও বিপ্লবী বলে মনে হচ্ছে…আমি বলছি, তাঁরা ৯০ শতাংশই প্রতারক। তাঁরা সবাই ভান করছেন। এত বছর ধরে এত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের একত্র করার চেষ্টার পরে, আমি বুঝতে পেরেছি যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা সবচেয়ে খারাপ।

অনুরাগ কাশ্যপ। এএনআই

কারণ, তাঁরা যা করছেন, তা হলো একে অপরকে টেনে নামানো এবং একে অপরের নামে ভুল বলা। তথাকথিত বুদ্ধিমান মানুষ ও বোকাদের মধ্যে পার্থক্য কী? বোকারা ঐক্যবদ্ধ। “বুদ্ধিমান”লোকেরা একে অপরকে টেনে নামাতে ব্যস্ত।’

একই অনুষ্ঠানে অনুরাগ আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নির্মাতাদের সব ধরনের চলচ্চিত্র নির্মাণের অধিকার থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে বেশির ভাগ চলচ্চিত্র নির্মাতাকে চিনি, এমনকি সবচেয়ে “ঝামেলাপূর্ণ” ব্যক্তিদেরও জানি। বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাতারা, “কেজিএফ” ও “সালার”-মতো চলচ্চিত্রের পেছনের লোকেরা দুই ধরনের। সেখানে সুবিধাবাদী ও সৎ দুই ধরনের মানুষ থাকে। একদল, ভালো সিনেমা তৈরি করে, আরেক দল টাকা উপার্জন করতে চায়।’