default-image

নতুন এই ছবি সম্পর্কে মানুষি বলেন, ‘তৃতীয় ছবি চুক্তি করে রোমাঞ্চিত। প্রথম ছবি ‘পৃথ্বীরাজ’-এ অভিনয় দেখার পর অনেকেই আমাকে গুরুত্ব দিচ্ছেন। প্রথম ছবির ঐতিহাসিক চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছিলাম। এই সিনেমার জন্যও তা-ই করব। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিগুলো আমি খুবই পছন্দ করি।’ জন আব্রাহামের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন জানিয়ে এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘ছবিটিতে আমার ওপর ভরসা করার জন্য দীনেশ বিজান ও পরিচালক অরুণ গোপালনকে ধন্যবাদ জানাতে চাই। জন আব্রাহামের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। ক্যারিয়ারের শুরুতেই এ ধরনের বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়া সত্যি দারুণ ব্যাপার। অভিনেত্রী হিসেবে ছবিটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’

default-image

‘তেহরান’-এ মানুষিকে দেখা যাবে সম্পূর্ণ এক নতুন ভূমিকায়। চরিত্রের ধরনের জন্য ছবিটি নিয়ে বেশি রোমাঞ্চিত অভিনেত্রী। তিনি বলেন, ‘আগামী দিনে আরও নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। ভালো ভালো ছবির অংশ হতে চাই। আমার বিশ্বাস, ‘তেহরান’ আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। চেষ্টা করব নিজের চরিত্রের সঙ্গে সুবিচার করতে। এ জন্য কঠোর পরিশ্রম করব, নিজেকে নিংড়ে দেব।’

default-image

তেহরান-এর আগে ভিকি কৌশলের সঙ্গে আরেকটি ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’তে চুক্তিবদ্ধ হন মানুষি। ‘ধুম থ্রি’ পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ছবিটির নাম ঘোষণা করা হয় গত বছর। জানা গেছে, ছবিটি হবে পুরোপুরি কমেডি ঘরানার। এ ছবি দিয়েই প্রথমবারের মতো কমেডি ছবিতে দেখা যাবে ভিকি কৌশল ও মানুষিকে। ইতিহাসনির্ভর, কমেডি ও অ্যাকশন—ক্যারিয়ারের প্রথম তিন ছবিতেই তিন রকমের বৈচিত্র্যপূর্ণ চরিত্র পেয়ে ভীষণ খুশি অভিনেত্রী। সব ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জিতে নজরে আসেন এই অভিনেত্রী। শুরুতেই চুক্তিবদ্ধ হন যশ রাজ ফিল্মসের ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত ছবিটি চলতি বছর মুক্তি পেলেও বক্স অফিসে সাফল্য পায়নি।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন