অসুস্থ মাকে দেখতে বাড়িতে ঢুকতে দেওয়া হলো না নওয়াজুদ্দিনকে
স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরেই। এই ঘটনা কেন্দ্র করে ভাইদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে অভিনেতার। সেটা এতটাই যে বাড়িতেই থাকতে পারছেন না অভিনেতা। তবে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে চেয়েছিলেন নওয়াজ। অভিনেতার মা বেশ অসুস্থ। মাকে দেখতেই বাড়িতে ফিরতে চেয়েছিলেন। কিন্তু মাকে দেখা তো দূর, বাড়িতেই ঢুকতেই দেওয়া হয়নি তাঁকে। ফল, বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয়েছে তাঁকে।
মা মেহেরুন্নিসার শরীর ভালো নয়, খবর পেয়ে দেরাদুন থেকে মুম্বাই উড়ে আসেন নওয়াজুদ্দিন। ভারাসোভান বাংলোবাড়িতে ঢুকতেই পরেননি তিনি। স্ত্রী সঙ্গে দাম্পত্য কাজিয়াকে কেন্দ্র করে নওয়াজের সঙ্গে তাঁর ভাইদের সম্পর্কও তালানিতে। বৃহস্পতিবার রাতে নওয়াজুদ্দিন বাড়িতে ঢোকার চেষ্টা করা কলে তাঁর ভাই ফয়জুদ্দিন বাধা দেন। ভাইকে অনেক বুঝিয়েও বাড়িতে ঢুকতে পারেননি অভিনেতা। পরে তিনি অসুস্থ মাকে না দেখেই ফিরে যান।
এ সময় নওয়াজুদ্দিনের পরনে ছিল কালো জ্যাকেট, মুখে কালো মাস্ক। অভিনেতা দেখতে একটু উষ্কখুষ্ক দেখাচ্ছিল। কয়েক সপ্তাহ আগে আন্ধেরির বাড়িতে ঢুকতে চেয়েছিলেন নওয়াজুদ্দিন। উদ্দেশ্য ছিল সন্তানদের সঙ্গে দেখা করা। কিন্তু স্ত্রী আলিয়া তখনো নওয়াজুদ্দিনকে বাড়িতে ঢুকতে দেননি।
এদিকে গত কয়েক মাস ধরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে নানা ধরনের খবর হলেও একবারের জন্য মুখ খোলেননি নওয়াজ। অভিনেতাকে সর্বশেষ জি সিনে অ্যাওয়ার্ডসে দেখা যায়। গত সপ্তাহে মুম্বাইতে অনুষ্ঠিত এ পুরস্কার অনুষ্ঠানেও নওয়াজুদ্দিনকে বিমর্ষ দেখা যায়।