সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কেন দূরে

অনন্যা পান্ডে
ফেসবুক থেকে

একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় ছিলেন বলিউড নায়িকা অনন্যা পান্ডে। কিন্তু এখন এই দুনিয়া থেকে দূরত্ব বজায় রেখে চলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে অনন্যা এ ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন।
বলিউডে আসার আগে অনন্যার বেশি সময় কাটত সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের জীবনের খুঁটিনাটি নানান কথা তিনি সবার সঙ্গে ভাগ করে নিতেন। তাঁর ইনস্টা পাতা ছোট-বড় নানান পোস্টে ঝলমল করত। তারকা–কন্যার এই খোলামেলা স্বভাব অনেকে পছন্দ করতেন, অনেকে আবার তাঁকে এ নিয়ে ট্রলও করতেন। কখনো তাঁকে তাঁর সাজপোশাকের জন্য ট্রল হতে হতো। পরে একটা সময় নিজের সিনেমার কারণে নেট জনতার নিশানায় পড়তেন এই বলিউড নায়িকা। কিন্তু এখন এসব কিছু থেকে নিজেকে বিরত রেখেছেন অনন্যা।
সম্প্রতি ‘খো গায়ে হাম কাঁহা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। জোয়া আখতার আর রীমা কাগতির এই ছবি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে।

মুম্বাইয়ে এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অনন্যা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার প্রশ্নে বলেছেন, ‘নিজের মতামত প্রকাশ আর নেগেটিভ ট্রলিংয়ের মধ্যে সূক্ষ্ম এক রেখা থাকে। কেউ যদি গঠনমূলক সমালোচনা করেন, আমি তার জন্য প্রস্তুত। আর তা আমি খোলাভাবে গ্রহণ করি। কিন্তু অকারণবশত কেউ যখন ট্রলিং করেন, তা ঠিক নয়। সবার বোঝা উচিত যে তারকারাও রক্তে–মাংসে গড়া মানুষ।’

অনন্যা পান্ডে
ফেসবুক থেকে

এই বলিউড নায়িকা বিরক্তির সুরে বলেছেন, ‘আমার কাছে সোশ্যাল মিডিয়া একদম বিষাক্ত হয়ে উঠেছে। কতবার আমি ঘরের কোণে বসে কেঁদেছি! আগে ইনস্টাগ্রামে আমি আমার খুশি সবার সঙ্গে ভাগ করে নিতাম। কিন্তু পরে আমার জন্য দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হতো। আর তাই সিদ্ধান্ত নিয়েছি যে সোশ্যাল মিডিয়ায় আমি অতটা সক্রিয় থাকব না।’
অর্জুন ভারেন সিং পরিচালিত খো গয়ে হম কাঁহা ছবির গল্প সামাজিক যোগাযোগমাধ্যম আর তিন বন্ধুকে ঘিরে বোনা হয়েছে। এই ছবিতে অনন্যা ছাড়া অন্য দুই মূল চরিত্রে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী আর আদর্শ গৌরব।

অর্জুনের ছবিতে অনন্যাকে ‘অহনা’ নামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে। এই ছবির প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘খো গায়ে হাম কাঁহা’র এমন এক গল্প, যা বলা প্রয়োজন। এটা “কামিং-অফ-ডিজিটাল-এজ” ফিল্ম। আর এই ছবির গল্পের সঙ্গে আমাদের প্রজন্ম পুরোপুরি সংযোগ করতে পারবে। দুটি ছেলে আর একটি মেয়ের বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। সোশ্যাল মিডিয়ার যুগে আজকের ছেলেমেয়েরা সম্পর্ককে কেমনভাবে “ডিল” করে, তা দেখানো হয়েছে এই গল্পে। খো গয়ে হম কাঁহা ছবির অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’
২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘খো গায়ে হাম কাঁহা’ ছবিটি।

অনন্যা পান্ডে
ফেসবুক থেকে