ক্যারিয়ারের শুরুর পথ তাঁর জন্য সহজ ছিল না। প্রায়ই গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতেন। বেশির ভাগ সময় দেখা যেত পুলিশের চরিত্রে। তবে গত দুই দশকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বলিউডের শীর্ষ তারকাদের একজন তিনি। এই তারকা আর কেউ নন, অক্ষয় কুমার। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে টাইমস নাউ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে বিস্তারিত।
১ / ৬
২০১২ সালে ‘ওএমজি’ দিয়ে অক্ষয় কুমারের নতুন যাত্রা শুরু। ছবিটি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। এর পর থেকে অক্ষয়কে নিয়ে প্রযোজক ও পরিচালকদের আগ্রহ বাড়তে থাকে
আইএমডিবি
২ / ৬
এরপর একে একে ‘স্পেশাল ২৬’, ‘বেবি’, ‘এয়ারলিফট’, ‘হাউসফুল ৩’, ‘রুস্তম’, ‘জলি এলএলবি ২’, ‘গোল্ড’, ‘প্যাডম্যান’ ইত্যাদি হিট সিনেমায় দেখা যায় তাঁকে
আইএমডিবি
আরও পড়ুন

ভারতের নাগরিকত্ব ফিরে পেয়েছেন অক্ষয়

৩ / ৬
সিনেমার পরপর সাফল্যে অক্ষয়ও আকাশে উড়তে থাকেন। তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ১০০ কোটি রুপির বেশি। ‘মিশন মঙ্গল’, ‘গুড নিউজ’সহ আরও হিট সিনেমা দিতে থাকেন অক্ষয়
আইএমডিবি
৪ / ৬
ছন্দপতন ঘটায় কোভিড মহামারি। এরপর অক্ষয় ঠিক সুবিধা করতে পারছিলেন না। তাঁর ‘বেল বটম’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’ থেকে শুরু করে কোনো সিনেমা সেভাবে সাড়া ফেলতে পারেনি
আইএমডিবি
৫ / ৬
চলতি বছর ‘ওএমজি ২’ দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেতা। গত ১১ আগস্ট মুক্তির পর সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এটি অক্ষয়ের ১৬তম সিনেমা, যা ১০০ কোটি রুপি ব্যবসা করল। বলিউডের আর কোনো অভিনেতা নেই, যার এতগুলো সিনেমা ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে
আইএমডিবি
৬ / ৬
এদিকে অক্ষয়ের জন্মদিনে এসেছে নতুন সিনেমা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর ঘোষণা। তারকাবহুল এ ছবিতে অক্ষয় ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়াসি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি প্রমুখ
ইনস্টাগ্রাম থেকে